সূচকের পতন হলেও টাকার লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২০৮ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ১০৯২ কোটি ৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৭৬৫ কোটি ১০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৫টির। দর অপরিবর্তিত আছে ২৮টির।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির কমেছে ১৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩৪ লাখ টাকা। যা গত দিন ছিল ৪৯ কোটি ৩৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে উত্তরা ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *