সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন লেনদেন আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে।

রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৯.৩৩ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫১১.৫৩ পয়েন্টে। বৃহস্পতিবার সূচক বেড়েছিল ৬.৯০ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ৩২০টি কোম্পানির মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

এদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয় ২৮৬ কোটি টাকা। তবে আজ দিনশেষে লেনদেনের পরিমাণ হয়েছে ৩৪৭ কোটি ৯০ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ, শাশা ডেনিমস, কেডিএস এক্সেসরিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার কোম্পানি।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১২.০৬ পয়েন্ট কমে দিনশেষে ৮৩৮৭.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। এদিন সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৭ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *