সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনের শেষে ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গতকাল লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়েষ্টার্ণ মেরিন, স্কয়ার ফার্মা, আইডিএলসি, আরএকে সিরামিক, কেয়া কসমেটিকস, অগ্নি সিস্টেমস, বেক্স-ফার্মা, এমজেএলবিডি ও তুং হাই নিটিং।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৮ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

এসময় সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *