ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। তবে সেখানে আগের দিনের চেয়ে কমেছে সব ধরণের মূল্য সূচক। ডিএসইতে এদিন লেনদেন ৫৮৯ কোটি টাকা ছাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গেল ২০ জানুয়ারি ৬৬৯ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয় ডিএসইতে। গতকাল সোমবার সেখানে ৪৪৭ কোটি ২৪ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১১ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৫.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগের দর কমেছে। এদিন বেড়েছে ১১৩ টির, কমেছে ১৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- এমজেএলবিডি, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, মিথুন সিটিং, বিএসআরএম লি., ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রি, ডেসকো ও একমি ল্যাব।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ২৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও শাহজিবাজার পাওয়ার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *