সূচক পতনে হতাশ ভারতের বিনিয়োগকারিরা

sensexস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের হতাশ করে বৃহস্পতিবারও সূচক পতন ঘটলো ভারতের শেয়ারবাজারে। এ নিয়ে টানা ৫দিন কমলো সূচক। ফলে অনেকটা সত্যি হয়ে গেলো বিশ্লেষকদের আশংখা।

উলেখ্য, গত মাসে সর্বকালের সেরা উচ্চতে পৌঁছেছিল সেনসেক্স। তখন অনেক বিশ্লেষকই বিনিয়গকারিদের এই বলে সাবধান করে দিয়েছিলেন।

তারা বলেছিলেন, শিঘ্রই বাজারে সূচকের পতন ঘটতে পারে। বাস্তবে ঘটলোও তাই। এখন ভারতের বিনিয়োগকারীরা হতাশ – বলে দাবি করছে হিন্দুস্থান টাইমস।

গতকাল বৃহস্পতিবার গোটা দিন ধরে শেয়ারবাজারের ওঠানামার করলেও দিনের শেষে কিছুটা নেমেছে সেনসেক্স এবং নিফটি৷

দিনের শেষে সেনসেক্স ৩২.১৪ পয়েন্ট নেমে দাঁড়ায় ২৮,৮৫০.৯৭ পয়েন্টে এবং নিফটি ১২ পয়েন্ট নেমে অবস্তান করছে ৮৭১১.৭০ পয়েন্টে৷

আন্তর্জাতিক বাজারে রুপিও এদিন দুর্বল হওয়ায় ডলারের বিনিময় মূল্য আগের দিনের ৬১ রুপি ৭৫ পয়সার থেকে বেড়ে হয়েছে ৬১ রুপি ৮৪ পয়সা হয়েছে৷
স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *