সূচক বেড়ে রেকর্ড টোকিও শেয়ারবাজারে

japanস্টকমার্কেট ডেস্ক :

গতকাল বুধবার ঘটেছে রেকর্ড গড়ার ঘটনা। বিগত ৬ বছরের রেকর্ড ভেঙ্গে এদিন একদিনে সূচক বেড়েছে ৩৯০.২১ পয়েন্ট যা একদিনে সূচক বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড।

নির্বাচনের পর আবার আগের চেহারায় ফিরতে শুরু করেছে টোকিও শেয়ারবাজার। সপ্তাহের শুরুতেই কিছুটা সূচক পতন ঘটলেও রবিবারের নির্বাচনে শিঞ্জো আবের বিজয়ের পর তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ এই শেয়ার বাজারটি।

যার ফলে নিক্কেই ইন্ডেক্স পৌঁছেছে ১৭ হাজার ২১০.০৫ পয়েন্টে। এর আগে ২০০৮ সালেই কেবল একদিনে এতো বেশি একদিনে সূচক বেড়েছিল।

দিনশেষে নিক্কেই ইন্ডেক্স ৩৯০.২১ পয়েন্ট বেড়ে ১৭,২১০.০৫ পয়েন্টে অবস্থান করছে যা আগের দিনের চেয়ে ২.৩১% শতাংশ বেশি। এদিন উল্লেখযোগ্য হারে বেড়েছে যোগাযোগ ও প্রযুক্তি খাতের শেয়ারের দাম।

সূত্র- রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *