সেপ্টেম্বরে ডিএসইতে থেকে রাজস্ব আদায় কম

taxস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় কমেছে । আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে ডিএসইর রাজস্ব আদায় কমেছে ৩৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৯৮৪ সালের ট্যাক্স অর্ডিন্যান্সের ৫বিবিবি ধারা অনুযায়ী আগস্ট মাসে ট্রেকহোল্ডার বা মেম্বারদের কাছ থেকে ১২ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ২ টাকা রাজস্ব আদায় করে ডিএসই। আর সেপ্টেম্বর মাসে যা কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩৭ লাখ ১ হাজার ৮৩৫ টাকায়। সে হিসেবে এক মাসের ব্যবধানে ডিএসইর রাজস্ব আদায় কমেছে ৪ কোটি ৫৬ লাখ ৫২ হাজার ১৬৭ টাকা বা ৩৫.২৯ শতাংশ।

এদিকে আগস্ট মাসে ট্যাক্স অর্ডিন্যান্সের ৫৩ এম ধারা অনুযায়ী ডিএসই রাজ কোষাগারে জমা দেয় ১ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা। আর সেপ্টেম্বর মাসে জমা দেয় ৪ কোটি ৬১ লাখ ৫৭ হাজার ৭৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *