সৌদিতে ২১৩ পণ্যের শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি আরবে বাংলাদেশের ২১৩ পণ্যের শুল্কমুক্ত প্রবেশে দেশটির বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সৌদির বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধার বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন সৌদির বাণিজ‌্যমন্ত্রী।

বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সৌদির বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ বিজনেস সামিটে সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ফেডারেশন অব সৌদি চেম্বার অ‌্যান্ড কমার্স এবং এফবিসিসিআই-এর মধ্যে গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ‘যৌথ বিজনেস কাউন্সিল’ এর সভা বাংলাদেশ বিজনেস সামিট চলাকালীন অনুষ্ঠানের বিষয়েও সভায় আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *