স্কয়ার ফার্মার দীর্ঘমেয়াদি ঋণমান প্রকাশ

squreস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এণ্ড সার্ভিস লিমিটেড(ক্রিসল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩১ মার্চ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৫ সালের জুন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

২০১৫ সালের এপ্রিল হতে জুন পর্যন্ত ১ম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)দাঁড়ায় ৩.২৮ টাকা। যা আগের বছর একই সময়ে এ ইপিএস ২.৫১ টাকা। এই সময়ে শেয়ার প্রতি সম্পদ ছিল ৫৯.৩৮ টাকা, যা মার্চে ছিল ৫৬.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *