স্ট্যাটেজিক বিনিয়োগকারী পেতে বর্ধিত সময় পেল সিএসই

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুসারে বেঁধে দেয়া সময়ের মধ্যে স্ট্যাটেজিক বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হওয়ায় দেশের দুই স্টক এক্সচেঞ্জকে আগামী ৩০ জুন পর্যন্ত সময় বাড়িয়ে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল সিএসইর পুনর্গঠিত পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এ সময়সীমার কথা স্মরণ করিয়ে দেয় কমিশন।

বিএসইসি কর্মকর্তারা জানান, ডিমিউচুয়ালাইড স্টক এক্সচেঞ্জকে ৩০ জুনের মধ্যে স্ট্যাটেজিক বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তিতে আসতে হবে। এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় কমিশন। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পর্ষদের সঙ্গে সাক্ষাতের সময়ও এ বিষয়ে পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয়েছে।

গতকাল নবনির্বাচিত চেয়ারম্যান ড. একে আবদুল মোমেনের নেতৃত্বে সিএসইর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বিএসইসির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যায়। এ সময় সিএসইর পক্ষ থেকে শেয়ারবাজারের জন্য ইতিবাচক কিছু প্রস্তাব দেয়া হয় বলে জানা গেছে। একই সময় কমিশন কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তির বিষয়ে অগ্রগতি জানতে চায়। সিএসইর পক্ষ থেকে কৌশলগত বিনিয়োগকারী খোঁজার প্রক্রিয়া চলমান রয়েছে বলে কমিশনকে অবহিত করা হয়।

বৈঠকের বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান জানান, সিএসইর পর্ষদ কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছে। বৈঠকে শেয়ারবাজার ও সিএসইর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বেশকিছু প্রস্তাব উঠে এসেছে। তাছাড়া সিএসইর কাছে কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছে কমিশন। আগামী ৩০ জুনের মধ্যেই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জনের তাগিদ দেয়া হয়েছে স্টক এক্সচেঞ্জটির পর্ষদকে।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *