স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের লাইসেন্স স্থগিত চূড়ান্ত করেছে আইডিআরএ

idr-smbdনিজস্ব প্রতিবেদক :

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানির বিমা ব্যবসার লাইসেন্স এবার চূড়ান্তভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সূত্র থেকে এ তথ্য জানা যায়।

আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ৮৬তম সভায়
সংস্থাটির আরো চার সদস্য উপস্থিত ছিলেন।

আইডিআরএ সূত্র জানায়, দেশের আর্থিক খাতের (ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান) মধ্যে লাইসেন্স স্থগিতের ঘটনা এটাই প্রথম। আইডিআরএ বিমা ব্যবসার লাইসেন্স স্থগিতের চিঠি কাল বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সকে পাঠাবে বলে জানা গেছে।

নানা অনিয়মের আশ্রয় নিয়ে রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনের চেষ্টার দায়ে গত জুনে তিন মাসের জন্য স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের বিমা ব্যবসার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করে আইডিআরএ। এরপর আরও দুই মাসের জন্য স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *