স্থিতিশীলতার দাবিতে আন্দোলনে বিনিয়োগকারীরা

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার স্থিতিশীলতার দাবি নিয়ে আন্দোলনে নেমেছে সাধারণ বিনিয়োগকারীরা। কয়েকদিন ধরে তারা ডিএসই ভবনের সামনে আন্দোলন করছে। এরি ধারাবাহিকতায় আজও মানববন্ধন করেছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদে।

মঙ্গলবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীরা একটি বিক্ষোভ ও মানববন্ধন করে সংগঠনটি। এসময় তারা দাবি করেন, তারা আজও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের ২৫ শতাংশ বাতিল করে ফের আমানতের ১০ শতাংশ বিনিয়োগ আইন পুনর্বহালের করা হউক।

তারা বলেন, এখন শেয়ারবাজারে ব্যাংকগুলোর বাড়তি বিনিয়োগ সীমার মধ্যে নামিয়ে আনার বিষয় নিয়ে বাজারে তারল্য সংকট করা হচ্ছে। এতে বাজার অব্যাহতভাবে পতনের দিকে যাচ্ছে। বাজার স্থিতিশীলতায় বাংলাদেশ ব্যাংককে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের পদত্যাগ ও আইপিও অনুমোদন বন্ধ রাখার দাবি করে আন্দোনকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *