শেয়ারবাজারে স্থিতিশীল প্রবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

bazerনিজস্ব প্র্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে ২৭২টি কোম্পানি। এর মধ্যে অনেকেই আছে তিন বছর ধরে, যাদের দুই অঙ্কের ঘরে প্রবৃদ্ধি হচ্ছে। সম্প্রতি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী স্থিতিশীল প্রবৃদ্ধির এ ধরনের শীর্ষ ১০ কোম্পানির একটি তালিকা করেছে একটি গবেষণা প্রতিষ্ঠান। এ তালিকায় দেশী প্রতিষ্ঠান যেমন রয়েছে, একই সঙ্গে আছে বহুজাতিক কোম্পানিও।

এই তালিকার প্রথমেই রয়েছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর পর রয়েছে সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট। পরের আটটি স্থানে রয়েছে যথাক্রমে আরগন ডেনিমস, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি), রেনাটা, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস বাংলাদেশ ও স্কয়ার ফার্মা।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেষ চার বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনের তথ্য বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করা হয়েছে। শীর্ষ ১০ কোম্পানি নির্বাচনের ক্ষেত্রে ছয়টি বিষয়কে মানদণ্ড হিসেবে ধরা হয়েছে। গত তিন বছরে দুই অঙ্কের ওপরে প্রবৃদ্ধি করেছে, এমন কোম্পানিকেই বিবেচনায় নেয়া হয়েছে।

পাশাপাশি তিন বছরে কোনো পরিচালন লোকসান নেই, ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করেছে, কোম্পানির প্রাতিষ্ঠানিক সুশাসন যথাযথভাবে পরিপালন করছে কিনা, বাছাইয়ের ক্ষেত্রে এগুলোকেও গুরুত্ব দেয়া হয়েছে। আরেকটি শর্ত হচ্ছে, কোম্পানির পরিশোধিত মূলধন হতে হবে ন্যূনতম ৫০ কোটি টাকা। এসব শর্ত পূরণকারী কোম্পানিগুলোর গত তিন বছরের গড় প্রবৃদ্ধির ভিত্তিত্তে তালিকাটি তৈরি করা হয়েছে।

শর্ত পূরণ করে তিন বছরে গড়ে ৩৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এমআই সিমেন্ট ৩০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রয়েছে এ তালিকায় দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানটিতে রয়েছে আরগন ডেনিমস। কোম্পানিটির গড় প্রবৃদ্ধি ২৯ দশমিক ২৮ শতাংশ। গ্ল্যাক্সোস্মিথক্লাইন গড়ে ২৩ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

এছাড়া আইপিডিসির পরিচালন আয়ের বার্ষিক গড় এই প্রবৃদ্ধি ২১ দশমিক ৬ শতাংশ। রেনাটার গত তিন বছরের গড় প্রবৃদ্ধি ১৯ দশমিক ৯৭ শতাংশ। জিপিএইচ ইস্পাতের গড় প্রবৃদ্ধি ১৮ দশমিক ৭২ শতাংশ। বেক্সিমকো লিমিটেডের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গড় প্রবৃদ্ধি ১৭ দশমিক ৪১ শতাংশ। বার্জার পেইন্টস বাংলাদেশের সর্বশেষ তিন বছরে গড় প্রবৃদ্ধি ১৭ দশমিক শূন্য ৯ শতাংশ। আর ওষুধ খাতের শীর্ষ প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের গড় প্রবৃদ্ধি ১৫ দশমিক ৮৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *