স্পন্সর থেকে সরে যাবার হুমকি দিল সাইফ পাওয়ারটেক

saifনিজস্ব প্রতিবেদক :

সিনিয়র ডিভিশন ফুটবল নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। এই লিগে দেদার পাতানো খেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওপরের দিকে কয়েকটি দল অবনমনশঙ্কায় থাকা দু-তিনটি দলকে পয়েন্ট ছেড়েছে বলে গুরুতর অভিযোগ আছে। এসব ঘটনায় লিগের পৃষ্ঠপোষক থেকে সরে যাওয়া হুমকি দিয়েছে সাইফ পাওয়ারটেক।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন ভীষণ ক্ষুব্ধ। কাল দিনভর তিনি এটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এই প্রতিবেদকের কাছে তরফদার রুহুল আমিন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘লিগ স্পনসর করব আমরা, কিন্তু দেদার পাতানো খেলা হবে, তা সহ্য করা যায় না। আমরা পরিষ্কার বলতে চাই, পাতানো খেলার বিচার না হলে আমরা লিগের স্পনসরশিপ প্রত্যাহার করে নেব। এই দুষ্কর্মের ভাগীদার আমরা হব না।’

কথাটা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ঢাকা মহানগর লিগ কমিটির সভাপতি হারুনুর রশিদ, কো-চেয়ারম্যান সালেহ জামান সেলিমকে নাকি জানিয়ে দিয়েছেন তরফদার রুহুল আমিন।

এ ব্যাপারে হারুনুর রশিদের ভাষ্য, ‘আমি এরই মধ্যে গতকালের (পরশু, ফ্রেন্ডস সোশ্যাল-ঢাকা ইউনাইটেড) ম্যাচটি নিয়ে কথা শুনেছি। ওই ম্যাচটার আগে আমরা ছয়জন রেফারি তৈরি রাখি। কোন তিনজন মাঠে যাবে সেটা যাতে কেউ আগে না জানে। বলেছি, ক্যামেরা রাখতে। আমাদের অবস্থান কঠোর। প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে সংশ্লিষ্টদের।’

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *