২০১৪ সালে শেয়ারবাজারে বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ

dolerনিজস্ব প্রতিবেদক :

বিগত পাঁচ বছরে ধারাবাহিকভাবে প্রতি বছরই বিনিয়োগের পরিমাণ বেড়েছে। এ ছাড়া শেয়ারবাজারের মন্দার সুযোগে গত বছরে বিদেশি বিনিয়োগ বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের তথ্য বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিগত পাঁচ বছরে বিদেশি বিনিয়োগ হয়েছে ৫ হাজার ৬১৯ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা। উল্লেখিত সময়ের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে ২০১৪ সালে আর সবচেয়ে কম বিনিয়োগ হয়েছে ২০১১ সালে। আর এই সময়ে সর্বমোট টার্নওভার হয়েছে ২১ হাজার ৬৮৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৪৬১ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১১ সালে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ও মিউচুয়াল ফান্ড কিনেছেন ১ হাজার ২১৬ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ১৪২ টাকা। আর বিক্রি করেছেন ১ হাজার ১৩৮ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৬৬৩ টাকা। আর এসব ক্রয় বিক্রয়ের ফলে ওইবছর মোট টার্নওভার হয়েছে ২ হাজার ৩৫৫ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৮০৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বছর শেষে নেট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৪৮০ টাকা।

আর ২০১২ সালে শেয়ারবাজারে নেট বিদেশি বিনিয়োগ হয়েছে ৭৯২ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ৫৫৪ টাকা। ওই সময়ে বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন ১ হাজার ৩৪৮ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৯৩৪ কোটি টাকা। আর বিক্রয় করেছেন ৫৫৫ কোটি ৮০ লাখ ২২ হাজার ৩৮০ টাকা। নেট বিদেশি বিনিয়োগ এসেছে ৭৮ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৪৮০ টাকা। ওই বছর মোট টার্নওভার হয়েছে ১ হাজার ৯৪ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৩১৪ টাকা।

এ ছাড়া ২০১৩ সালে নেট বিদেশি বিনিয়োগ হয়েছে ১ হাজার ৯৪২ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৭১৫ টাকা। ওই সময়ে বিনিয়োগকারীরা কিনেছেন ২ হাজার ৬৫২ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৬৩০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর বিক্রি করেছেন ৭৯ কোটি ৬১ লাখ ৯১৫ টাকা। আর এসব ক্রয় বিক্রয়ের ফলে মোট টার্নওভার হয়েছে ৩ হাজার ৩৬২ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৫৪৬ টাকা।

২০১৪ সালে নেট বিদেশি বিনিয়োগ হয়েছে ২ হাজার ৬১৯ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ১৫০ টাকা। উল্লেখিত সময়ে বিদেশিরা ক্রয় করেছেন ৪ হাজার ৬১০ কোটি ৩৬ লাখ ১৯ হাজার ৩১৭ টাকা সমমূল্যের শেয়ার। আর বিক্রি করেছেন ১ হাজার ৯৯০ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ১৬৭ টাকা। ওই বছর মোট টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৬০০ কোটি ৯৪ লাখ ২ হাজার ২ হাজার ৪৮৪ টাকা।

আর সর্বশেষ ২০১৫ সালের শেষে নেট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ কোটি ৪৮ লাখ ৩৩ হাজার ৯৫৬ টাকা। গত বছর বিদেশিরা ক্রয় করেছেন ৩ হাজার ৮২৫ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ১৩৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর বিক্রয় করেছেন ৩ হাজার ৬৩৯ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার ১৭৯ টাকার শেয়ার। আর এই সময়ে মোট টার্নওভার দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৫ কোটি ৪৫ লাখ ৮ হাজার ৩১৩ টাকার শেয়ার। সবমিলিয়ে বিগত পাঁচ বছরে শেয়ারবাজারে নেট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৯ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা। আর এই সময়ে সর্বমোট টার্নওভার দাঁড়িয়েছে ২১ হাজার ৬৮৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৪৬১ টাকায়।

জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী এ বিষয়ে বলেন, শেয়ারবাজারের মন্দাবস্থায়ও ধারাবাহিক বিদেশি বিনিয়োগ বৃদ্ধি শুভ ইঙ্গিত বহন করে। বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ইতোমধ্যে বিভিন্নমুখী পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করা যায়, ভবিষ্যতেও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এ ধরনের প্রবণতা অব্যাহত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *