২০২০ সালে দেশে ২ হাজার কোটি ডলার রেমিট্যান্স অর্জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও দেশের বাইরে থাকা বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন। এতে দেশে রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে।

২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা ২০১৯ সালের তুলনায় ১৮ দশমিক ৬৬ শতাংশ বেশি। ২০১৯ সালে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮৩২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিশ্বে করোনার সংক্রমণ শুরু হলে বাংলাদেশে মার্চ ও এপ্রিলে প্রবাসী আয় কমে যায়। তবে এরপরই বড় উল্লম্ফন শুরু হয়। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *