২০২১ সালে স্বর্ণের সর্বোচ্চ দাম হওয়ার সম্ভাবনা

স্টকমার্কেটিবিড ডেস্ক :

চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের বাজার তুলনামূলক চাঙ্গা হতে শুরু করে। এর প্রধান কারণ চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। রেকর্ড মূল্যবৃদ্ধির অভিজ্ঞতার ভেতর দিয়ে ২০২০ সাল পার করছে স্বর্ণের বাজার। এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি দামে মূল্যবান ধাতুটি বিক্রি হয়েছে। বছরের শেষ ভাগে এসেও স্বর্ণের দাম কমার কোনো লক্ষণ নেই।

বরং বিশ্লেষকরা বলছেন, দামতো কমবেই না উল্টো আগামী বছর নাগাদ স্বর্ণের বাজারে নতুন রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ২০২১ সালে মূল্যবান ধাতুটির সর্বোচ্চ দাম আগের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। এর পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করতে পারে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা ও মন্দা। খবর মাইনিংডটকম ও ব্লুমবার্গ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে করোনা সংক্রমণকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হলে মূল্যবান ধাতুটির মূল্যবৃদ্ধি আরো জোরালো হয়। চলতি বছরজুড়ে জুয়েলারি কিংবা প্রাতিষ্ঠানিক খাতে স্বর্ণের চাহিদা কম ছিল। এর পরও মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। এর পেছনে কাজ করেছে বিনিয়োগকারীদের মধ্যকার অনিশ্চয়তা।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *