২০২২-২৩ অর্থবছরে জিডিপি কমবে, মূল্যস্ফীতি বাড়বে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার প্রকাশিত এডিবির ডেভেলপমেন্ট আউটলুকের এপ্রিল সংস্করণে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে এডিবির ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে ৭.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার । রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য সংকটের কারণে পরে এ লক্ষ্যমাত্রা সংশোধন করে ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

যদিও গত সেপ্টেম্বরে সংস্থাটির ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয়েছিল, এ প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। ছয় মাসের ব্যবধানে সংস্থাটি প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট কমালো।

গতকাল প্রকাশিত প্রতিবেদনে এডিবি বলেছে, চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতি হতে পারে ৮ দশমিক ৭ শতাংশ। জ্বালানি তেলের দাম সমন্বয়, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও অভ্যন্তরীণ বাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছরের মূল বাজেটে ৫ দশমিক ৬ শতাংশের ঘরে মূল্যস্ফীতি রাখতে চেয়েছিল সরকার। তবে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে।

তবে এডিবি মনে করছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *