২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৬তম অর্থনীতির দেশ

1538681581_43স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ব অর্থনীতির আকার বিবেচনায় বাংলাদেশের বর্তমান অবস্থান ৪২তম। তবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিরিখে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের গবেষণা সেল এইচএসবিসি গ্লোবাল রিসার্চ এমন পূর্বাভাস দিয়েছে।

‘দ্য ওয়ার্ল্ড ইন ২০৩০: আওয়ার লংটার্ম প্রজেকশন ফর ৭৫ কান্ট্রিজ’ শিরোনামের এ গবেষণা প্রতিবেদনে ৭৫টি দেশের অর্থনীতি নিয়ে আলোচনা ও তাদের ভবিষ্যত সম্পর্কে পূর্বাভাস দেয়া হয়। এইচএসবিসির গবেষনণা অনুসারে, আগামী ১২ বছরের মধ্যে ১৬ ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

বলা হয়, বাংলাদেশের পরেই থাকবে ফিলিপাইন, পাকিস্তান, ভিয়েতনাম ও মালয়েশিয়া। ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে গড়ে ৭.১ শতাংশ প্রবৃদ্ধি হবে।

চলতি বছরের জন্য ৭.৮ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে বাংলাদেশ সরকার। যদিও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে, বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭.৫ শতাংশ। আর বিশ্বব্যাংকের হিসেবে প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *