২১৪ কোটি টাকা ভোক্তাদের ফেরত দিতে মন্ত্রণালয়ের চিঠি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ইকমার্স প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ২১৪ কোটি টাকা ভোক্তাদের ফেরত দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহে টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইকমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে গঠিত জাতীয় কমিটির ২ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় এই অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে গঠিত উপ কমিটির দ্বিতীয় সভায় সিদ্ধান্ত হয়, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই, সেসব প্রতিষ্ঠানের নামে এসক্রো সার্ভিসে ভোক্তাদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *