২৩৫ রকমের পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে: মির্জা আজম

mirza azamস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পাট দিবস’ উদযাপন করতে যাচ্ছে সরকার। দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী পাট পণ্যের মেলা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আগামী ৬ থেকে ৮ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ২৩৫ রকমের বহুমুখী পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস’- উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিতীয়বারের মতো পালিত হতে যাওয়া জাতীয় পাট দিবস উপলক্ষে রোড শো, শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভার আয়োজন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *