২ দিনে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৩২৫ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৬ হাজার ৩২৫ কোটি টাকা। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ১৪৩৮ কোটি ৬৪ লাখ বা ৫৭.৪২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,০৪,৬৬৭ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৯৮,৩৪২ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ২ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৩২৫ কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১০৬৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ২৫০৫ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৪৩৮ কোটি ৬৪ লাখ বা ৫৭.৪২ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১১৫.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৪৩.৫০ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১২৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৪.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩১৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৩২৫ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৯৫৮ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ০.৩৩১ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমে দাড়িয়েছে ১৭ হাজার ৫৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৫৫টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *