৩০ মিনিটে লেনদেন ৪৬ কোটি টাকা

dse1নিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টায় ডিএসইতে মাত্র ৪৬ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আধ-ঘন্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টি কোম্পানির। আর দর কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

প্রথম আধ-ঘন্টায় লেনদেনর শীর্ষে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফার্মা এইড, জেএমআই সিরিঞ্জ, যমুনা ওয়েল, খান ব্রাদার্স পিপি, বিইডিএল, জিএসপি ফিন্যান্স, এবি ব্যাংক, আরএসআরএম ও সোনালী আঁশ।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৮৮পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৪২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০৮ পয়েন্টে।

অন্যদিকে বেলা ১১ টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) সিএএসপিআই ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১২০ পয়েন্টে। এসময় লেনদেন হয়েছে ৩ কোটি টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *