৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন আইডিএলসি

idlcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজার তালিকাভুক্ত আর্থিক কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কমিশনের ৫৫৩তম সভা শেষে বিএসইসির নির্বাহি পরিচালক আনোয়ারুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্রে জানা যায়, ওই বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডটি হবে ফুলি রিডিমেবল, ইনফ্রাসস্ট্রাকচার অ্যান্ড এসএমই জিরো কুপন বন্ড। এটি ৫ বছরে সম্পূর্ণ মুক্ত হবে।

যা ব্যাংক, করপোরেট হাউজ, বিমা কোম্পানি, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদধারী ব্যক্তিগণের মধ্যে শুধুমাত্র প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড চলতি প্রবৃদ্ধির কাজে ব্যয় করবে। আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ইনফ্রাসস্ট্রাকচার অ্যান্ড এসএমই জিরো কুপন বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *