৫ দিনে ডিএসই মূলধন হারিয়েছে ৪,২৩৮ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এসময় লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ২ হাজার ১১৪ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৮৭৬ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন কমেছে ৪,২৩৮ কোটি টাকা বা ১.০৫ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৯৮ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫.৪৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৬২ লাখ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৬৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫.৪৭ শতাংশ বেশি।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৯৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার ও ইউনিট দর। আর একটি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *