৫ দিনে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৮২১ কোটি টাকা

index upস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার কোটি টাকা। সর্বশেষ সপ্তাহে লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১.৯০ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,১২,১৬৭ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৪,১৯,৯৮৮ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১.৯০ শতাংশ বা ৭৮২১ কোটি টাকা।

এ সময় ৫ দিনে মোট ৪,৮২৭ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৫,২৭১ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮.৪২ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১২৪.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫০পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৩২.৫২ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২০৪৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৫০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের। আর ২টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *