৬ প্রতিষ্ঠানের ২ কোটি ৮৩ লাখ টাকার শুল্ক ফাঁকি

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শুল্ক মূল্যায়ন ও অডিট (সিভিএ) বিভাগ ৬টি প্রতিষ্ঠানে অডিট অনুসন্ধান করে ২ কোটি ৮৩ লাখ টাকার রাজস্ব ফাঁকির অনিয়ম পেয়েছে ।

প্রতিষ্ঠানগুলো হলো সোলাইমান প্রিন্টিং, ইউনিলিভার বাংলাদেশ, রিধিকা ট্রেডিং, অপশন প্লাস, এসআর ট্রেডিং ও এলজে এন্টারপ্রাইজের। এদের ১৮টি আমদানি চালানে শুল্ক ফাঁকির এই অনিয়ম পাওয়া যায়।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক, শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের কমিশনার ড. মইনুল খান বাসসকে জানান, এনবিআর নির্ধারিত ন্যুনতম মূল্য থেকে কম মূল্যে এবং জালিয়াতি করে সিপিসি পরিবর্তনের মাধ্যমে তারা এই রাজস্ব ফাঁকি দিয়েছে। এর অধিকাংশ চালান চীন থেকে আমদানি করা।

ফাঁকিকৃত এই রাজস্ব আদায়ের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
চট্টগ্রাম ও বেনাপোল কাস্টমস হাউস থেকে আমদাকিৃত পণ্য ছাড় করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *