৭ দিন পেছালো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনের জন্য এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো যৌথ উদ্যোগে এ মেলা রাজধানীর শেরে বাংলা নগরে ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি শুরু হবে।

এবার বাণিজ্য মেলার প্রধান প্রবেশদ্বার মেট্রোরেলের আদলে করা হবে। রফতানি উন্নয়ন ব্যুরো সূত্রে এ তথ্য জানা গেছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক রমজান আলী বলেন, নির্বাচনের কারণে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি উদ্বোধন করা হবে। এ মাসের মধ্যে স্টল বরাদ্দ শেষ হবে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে। গতবারের থেকে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি।

মেলাকে আরও দৃষ্টিনন্দন করতে প্রধান গেট করা হবে মেট্রোরেলের আদলে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের থিম থাকবে মেলাজুড়ে। এখন মাঠ পর্যায়ে কাজ চলে গেছে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *