৯ কার্যদিবস পর মূল্য সংশোধন

down graph share marketস্টকমার্কেট ডেস্ক : টানা নয় কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ সোমবার মূল্য সংশোধন হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে।

বাজারসংশ্লিষ্টদের মতে,টানা তেজিভাবের কারণে অনেক কোম্পানির শেয়ারের দাম বেশ বেড়ে যায়। অনেকের মধ্যে আজ মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যায়। ফলে শেয়ার বিক্রির চাপও বেড়ে যায়। এ কারণে বাজারে মূল্য সংশোধনের ঘটনা ঘটে।

দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,০৫০ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৭টিরই দাম বেড়েছে, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৯২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ১ হাজার ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬১৯ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টিরই দাম কমেছে। বেড়েছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ৭০ কোটি টাকার লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *