জাপানের শেয়ারবাজারে ইলেক্ট্রনিক ভোটিং চালু

japanস্টকমার্কেট ডেস্ক :

জাপানের শেয়ার বাজারে ক্রমেই বাড়ছে বিদেশি এবং প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডারের সং‌খ্যা। কোম্পানির যে কোন শেয়ার হোল্ডার মিটিং-এ ভোট প্রদানের ক্ষমতা রয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসব শেয়ার হোল্ডারেরগনের।

গতকাল এসব মিটিং-এ বিদেশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের ভোটিং সহজতর করতে Tokyo Stock Exchange, Inc ইলেক্ট্রনিক ভোটিং প্লাটফরম (Electronic Voting Platform for Foreign and Institutional Investors) চালু করল দেশটি। ইতোমধ্যে প্রায় ৪০০ কোম্পানি এই ইলেক্ট্রনিক ভোটিং প্লাটফরম-এ অংশগ্রহনের আগ্রহ প্রকাশ করেছে ।

সুত্ত্র- Tokyo stock exchange.

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *