বাজার পিই কমেছে ০.৮৮ শতাংশ

dse1স্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই) ০.৮৮ শতাংশ কমেছে।

ডিএসই’র তথ্য অনুযায়ী বর্তমান গড় পিই রেশিও ১৮.২১। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১৮.৩৭। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে গড় পিই রেশিও কমেছে ০.১৬ বা ০.৮৮ শতাংশ।

গত সপ্তাহে দেশের কার্যদিবস উভয় বাজারে সূচক কমেছে। সূচক কমার কারণে বাজার পিইও কিছুটা কমেছে। পিই রেশিও ১৫ এর নিচে থাকাকে নিরাপদ বিবেচনা করা হয়। বিনিয়োগের ক্ষেত্রে পিই রেশিও একটি গুরুত্বপূর্ন বিষয়।

কারণ কোম্পানির শেয়ার দর কমা বা আয় বাড়লেই পিই কমে। তবে গত সপ্তাহে পিই কিছুটা কমার কারণে বাজারে বিনিয়োগের পরিবেশ রয়েছে বলেন মনে করছেন বাজার বিশ্লেষকরা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে