১১শতাংশ দর বেড়ে শীর্ষে ওয়েস্টার্ন মেরিন

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড আজ বৃহস্পতিবার গেইনারের শীর্ষে ছিল। দিনশেষে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা ১১ দশমিক ৪২ শতাংশ।

বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৮১ টাকায়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭২ টাকা ৭০ পয়সা। এদিন কোম্পানির ৫৯ লাখ ২০ হাজার শেয়ার ২১ হাজার ৭০ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪৫ কোটি ৯২ লাখ টাকা।

প্রসঙ্গত: গত ২ নভেম্বর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লেনদেন শুরু হয়। আর এই ৪ দিনই শেয়ারটির ধারাবাহিকভাবে দর বেড়েছে। এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ৬২ টাকা ৭০ পয়সা থেকে ৮২ টাকা ১০ পয়সা পর্যন্ত। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৪০ পয়সা বা ৩১ শতাংশ। গত ৪ দিনে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৫০ টাকা। আর সর্বোচ্চ দর ৮৩ টাকা ৯০ পয়সা।

ডিএসইতে আজ গেইনারে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং(১০%), পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস (৯.৯৫%), কেয়া কসমেটিকস(৯.৯১), ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড(৯.৮৩%), (৯.৭৪%), ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট(৯.৭৩%), ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস(৯.৬০%), কাশেম ড্রাইসেলস(৯.০৫%) এবং ইনটেক(৮.৮৮%)।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

আজ বিআইএফসি সাবস্ক্রিপশন শুরু

bifcস্টকমার্কেট ডেস্ক :

আজ  রবিবার থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আরো জানা যায়, কোম্পানিটির রাইটের সাবস্ক্রিপশন ৯ নভেম্বর শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। গত ১৯ অক্টোবর রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো।

কোম্পানিটি শেয়ারবাজারে প্রতি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার মোট ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৯৮১টি শেয়ার ছেড়ে ৩৩ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৮১০ টাকা উত্তোলন করবে। প্রতিটি রাইট শেয়ারের ইসু্য মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

কোম্পানির পরিশোধিত মূল্য ১০০ কোটি টাকায় উন্নীত করতে গত ২৪ মার্চ রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয় বিআইএফসি। এজন্য গত ২৪ এপ্রিল বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের অনুমতি নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এআর

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১০ নভেম্বর

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বোর্ড সভা আহ্বান করেছে। আগামী ১০ নভেম্বর, সোমবার বিকেল সাড়ে তিনটায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

শেষ অর্থবছরের জন্য প্রাইম লাইফ বিনিয়োগকারীদের ১৩ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মতিন স্পিনিংয়ের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত

matin-spinning-logo-mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি প্রতিদিন অতিরিক্ত ৭ টন সাংশ্লেষিক (সিনথেটিক) ‍সুতা উৎপাদন করতে পারবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে নতুন প্রকল্প স্থাপন করা হবে। এজন্য ১০ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে।
কোম্পানিটি বর্তমানে দৈনিক ২৫ টন কার্ডেড ও ১০ টন মিশ্রিত সুতা উৎপাদন করে। নতুন প্রকল্পের মাধ্যমে দৈনিক আরও ৭ টন সাংশ্লেষিক সুতা উৎপাদন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আজ স্পট মার্কেটে লেনদেন হবে ৫ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :
বার্ষিক সাধারণ সভার(এজিএম) রেকর্ড ডেট ও বুক ক্লোজারের আগে স্পট মার্কেটে লেনদেন হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হচ্ছে-ডেফোডিল কম্পিউটারস, জিল বাংলা সুগার, মাইডাস ফাইন্যান্স, শ্যামপুর সুগার ও লিবরা ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ  রোববার এসব শেয়ার স্পট ও ব্লক অডলট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে আগামী ১১ নভেম্বর মঙ্গলবার এ শেয়ারের লেনদেন স্থগিত থাকবে।
আগামী ১২ নভেম্বর বুধবার থেকে যথারীতি লেনদেন চলেবে।তবে ‘জেড’ ক্যাটাগরি হওয়ার কারণে ডেফোডিল কম্পিউটারস, জিল বাংলা সুগার, মাইডাস ফাইন্যান্স ও শ্যামপুর সুগারের শেয়ার মোট নয় কার্যদিবস অর্থাৎ আগামী ৯ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত স্পট ও ব্লক অডলট মার্কেটে লেনদেন হবে। স্পট মার্কেটের নিয়মানুযায়ী নগদ টাকায় শেয়ার লেনদেন সম্পন্ন হবে। আগামী ২০ নভেম্বর বুক ক্লোজারের কারণে এসব শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। তবে ২৩ নভেম্বর, রবিবার থেকে যথারীতি লেনদেন চলবে।স্টকমার্কেটবিডি.কম/এআর

সুহৃদ ইন্ডাস্ট্রিজ স্পেস ভাড়া নেবে

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ স্পেস ভাড়া নেবে। একই সঙ্গে পুরনো গোডাউন ভাড়ার চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাইমাইল, কোনাবাড়ী, গাজীপুরে অবস্থিত ৩ হাজার ৩০০ বর্গ ফুটের গোডাউনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা (প্রতি বর্গফুট)। চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ৪ হাজার ৫০০ বর্গফুটের (প্রতি বর্গফুট ৫টাকা হারে) পুরনো গোডাউনের চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুহৃদের পরিচালনা পর্ষদ।

স্টমার্কেটবিডি.কম/এলকে

সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

আজ বৃহস্পতিবার শেয়ারবাজারে সূচকের উঠা-নামার মধ্যে দিয়ে লেনদেন হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ৬২০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৭৪৩ কোটি ৮০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টি কোম্পানির। আর দর কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

অন্যদিকে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৬ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেসকো, গ্রামীন ফোন, কেপিপিএল, কেয়া কসমেটিকস, কেপিসিএল, অলিম্পিক, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার ও সুহৃদ।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫০৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ১০০টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। আগেরদিন লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

দুলামিয়া কটনের শেয়ার প্রতি লোকসান ৯৬ পয়সা

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটনের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৯৬ পয়সা। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’১৪-সেপ্টেম্বর’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী দুলামিয়া কটনের কর পরবর্তী লোকসান হয়েছে ৭২ লাখ ৪০ হাজার টাকা ও প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৯৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭৪ লাখ ১০ হাজার টাকা ও ৯৮ পয়সা।

প্রথম প্রান্তিক পর্যন্ত দুলামিয়া কটনের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা। এ কোম্পানিতে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ ২৬ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা।

স্টমার্কেটবিডি.কম/এআর

প্রথম প্রান্তিকে মেঘনা কনডেন্স মিল্কের লোকসান কমেছে

megna milkস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা কনডেন্স মিল্কের লোকসান কমেছে ৬ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়।

গত (জুলাই,১৪-সেপ্টেম্বর,১৪) ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী লোকসান করেছে ১ কোটি ৭২ লাখ টাকা। আর শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৮ পয়সা।

আগের বছর একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিল ১ কোটি ৮৩ লাখ টাকা। আর শেয়ার প্রতি লোকসান করেছিল ১ টাকা ১৫ পয়সা।

স্টমার্কেটবিডি.কম/এআর