মেঘনা পেটের প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’১৪-সেপ্টেম্বর’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী মেঘনা পিইটির করপরবর্তী লোকসান হয়েছে ১৩ লাখ ১০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.১১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ লাখ ৪০ হাজার টাকা ও ০.১৩ টাকা।

প্রথম প্রান্তিক পর্যন্ত মেঘনা পিইটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা। এ কোম্পানিতে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ ২ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা।

উল্লেখ্য, বিচারাধীন মামলা ও পরিচালকদের বিবাদের কারণে দীর্ঘ সময় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টমার্কেটবিডি.কম/এআর

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. ডেসকো
  3. ন্যাশনাল টিউবস
  4. কেয়া কসমেটিকস
  5. বাংলাদেশ বিল্ডিং সিস্টেম
  6. বেক্সিমেকা
  7. অলিম্পিক
  8. পিএলএফএসএল
  9. কেপিসিএল
  10. বেক্সফার্মা।

প্রথম ঘন্টায় সূচক ৩৫ পয়েন্ট বেড়েছে

index upনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রথম ঘন্টায় সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম এক ঘণ্টায় ডিএসইতে ১৬১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকও উর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টি কোম্পানির। আর দর কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার  ৮৮০ পয়েন্টে।

ডিএসইেত লেনদেনের শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেসকো, ন্যাশনাল টিউবস, কেয়া কসমেটিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বেক্সিমেকা, অলিম্পিক, পিএলএফএসএল, কেপিসিএল ও বেক্সফার্মা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  (সিএসই) সার্বিক সূচক ১০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার  ৫৮১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৬৯টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম এক ঘণ্টায় ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ন্যাশনাল পলিমার বোর্ড সভা আজ

nationalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার বোর্ড সভা আজ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় এই সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

এ সভায় কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২  টাকা ৭৩  পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

শমরিতা হাসপাতালের বোর্ড সভা আজ

somoritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতালের বোর্ড সভা  আজ।  আজ সন্ধ্যা ৭টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

বোর্ড সভায় কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেওয়া হবে।

২০১৩ সালে শমরিতা হাসপাতাল বিনিয়োগকারীদের ৩০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

প্রথম প্রান্তিকে সাবমেরিন ক্যাবলের ইপিএস কমেছে

submerinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ৭৫ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত (জুলাই,১৪-সেপ্টেম্বর,১৪) ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ২৪ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১৪ কোটি ২১ লাখ  টাকা। আর ইপিএস ছিল ৯৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

সূচকের মিশ্রভাব নিকি ও সেনসেক্সে, উর্ধগতি ইউরোপ ও আমেরিকায়

worldস্টকমার্কেট ডেস্ক :

বুধবার সূচকের মিশ্রভার লক্ষ্যকরা গেছে এশিয়ার শেয়ার বাজার গুলোতে । দিন শেষে জাপানের NIKKEI এর সুচক বেড়েছে ০.৪৪% এবং ভারতীয় SENSEX এর সুচক সামান্য বেড়ে দাড়িয়েছে ০.২০%। তবে HANG SENG এর সুচক কমেছে -০.৬৩%। অন্যদিকে ইউরোপ ও আমেরিকার সবগুলো শেয়ার বাজারে সুচকের উর্দ্ধমুখী প্রবনতা পরিলক্ষিত হয়েছে ।

 

 

 

Asian Index

NIKKEI 16,937.32  +74.85 +0.44%
HANG SENG 23,695.62  -150.04 -0.63%
SENSEX 27,915.88  +55.50 +0.20%
European Index
TSE 100 6,539.14  +85.17 +1.32%
DAX 9,315.48  +149.01 +1.63%
American Index
DOW 17,447.21  +63.37 +0.36%
S&P 500 2,018.69  +6.59 +0.33%

Source- CNN

পাঁচ বছর ধরে বঞ্চিত দুলামিয়ার বিনিয়োগকারীরা

dulaনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। শুধু এবারই নয়, আগেও চার বছর বিনিয়োগকারীদের ‘নো ডিভিডেন্ডের নামে অশ্বডিম্ব’ দিয়েছে কোম্পানিটি। গত ৫ বছর ধরেই বিনিয়োগকারীদের বঞ্চিত করছে কোম্পানিটি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, কিছুদিন আগে কোম্পানির পক্ষ থেকে ২৮ অক্টোবর কোম্পানির বোর্ডসভার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে পরবর্তীতে বোর্ডসভার তারিখ বদলে ৫ নভেম্বর ২০১৪ নির্ধারণ করা হয়। বোর্ডসভার তারিখ পরিবর্তন করার পর থেকেই কোম্পানির শেয়ার দরে উর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত ৫ কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর ৬.৯০ টাকা থেকে বেড়ে গতকাল সর্বশেষ ১০.৮০ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ, পাঁচ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৫৬.৫২ শতাংশ বেড়েছে। যা বিগত এক বছরের মধ্যে কোম্পানির সর্বোচ্চ শেয়ার দর। বোর্ডসভার তারিখ পরিবর্তন এবং তারপর থেকেই কোম্পানির শেয়ার দরে ঊর্ধ্বমুখী প্রবণতাকে সন্দেহজনক- বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৭ কোটি ৬০ লাখ টাকা। বর্তমানে কোম্পানির ২৯ কোটি ৯৮ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান রয়েছে। কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানু-১৪ থেকে মার্চ-১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে কর পরিশোধের পর লোকসান হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, লোকসানি কোম্পানি দুলামিয়া কটন পুঞ্জীভূত লোকসানে রয়েছে এবং গত ৫ বছর ধরে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। তাই এ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ থাকার কোনো কারণ নেই। কিন্তু কোম্পানির বোর্ডসভার তারিখ পরিবর্তনের পর থেকেই শেয়ার দর বাড়তে শুরু করে। গত পাঁচ কার্যদিবসে কোম্পানির শেয়ার ৫৬.৫২ শতাংশ বেড়েছে। যা একটি লোকসানি কোম্পানির ক্ষেত্রে অস্বাভাবিক।

বোর্ডসভার তারিখ পরিবর্তনের মাধ্যমে কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করতে পারে- এমন ধারণা তৈরি করে কোম্পানি কর্তৃপক্ষ কৃত্রিমভাবে শেয়ার দর বাড়িয়েছে কিনা তদন্ত করে দেখা উচিত। এ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে এমনিতেই সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন কোম্পানি কর্তৃপক্ষ ডিভিডেন্ড ঘোষণাকে ইস্যু করে শেয়ার দর বাড়িয়ে বিনিয়োগকারীদের ধোঁকা দিয়েছে কিনা- সেই প্রশ্নও তুলছেন তারা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে