তাল্লু স্পিনিংযের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

talluস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং পর্ষদের সভায় শেষ হওয়া অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা যায়, আজ সোমবার কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

আগামী ১ ডিসেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী ২৩ ডিসেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা ও প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ১৬.১৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর/

খান ব্রাদার্সকে তালিকাভুক্তির অনুমোদন দিল ডিএসই

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন ও লটারি সম্পন্ন করা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেডের তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ডিএসই। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানিটির তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত খান ব্রাদার্স ইতোমধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত হয়েছে।

কোম্পানিটি গত ২৫ সেপ্টেম্বর আইপিওর লটারি সম্পন্ন করে।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

ওয়েস্টার্ন মেরিনের লভ্যাংশ : অসন্তোষ বিনিয়োগকারীরা

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বিনিয়োগদের জন্য ১০% বোনাস ও ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানির এই লভ্যাংশে অসন্তোষ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা যায়, আজ  কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

লভ্যাংশ প্রকাশের পর সামাজিক মাধ্যম ফেসবুকে ঝড় তোলে বিনিয়োগকারীরা। তারা এই লভ্যাংশ চতুরতা বলে দাবি করছেন।

রাকিব নামে এক বিনিয়োগকারী বলেন, এই লভ্যাংশ দিয়ে বিনিয়োগকারীদের সাথে কোম্পানিটি এক ধরণের ভণ্ডামি করলো। তারা হতাশ হয়ে পড়েছেন। শেয়ারটির দর বাড়লেও লাভের আশায় তারা ওয়েস্টন মেরিনের শেয়ার কিনেছিল। এখন শেয়ারটির দর কমার আশংকা প্রকাশ করেছেন তিনি।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি ৪২ টাকা ৫৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

প্রাইম ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

primস্টকমার্কেট ডেস্ক :

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বিনিয়ােগকারীদের জন্য ১০ শতাংশ নগদ, বাকী ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

সোমবার কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছ ২০ নভেম্বর। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট’ মন্ত্রিসভায় অনুমোদন

mosarrofনিজস্ব প্রতিবেদক :

আর্থিক প্রতিবেদনের গুণগত মান নিশ্চিত ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ২০১৪’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হযেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, জনস্বার্থে সম্পৃক্ত সংস্থার আর্থিক প্রতিবেদনের কোয়ালিটি ও ফরমেট অর্থনৈতিক সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ। অডিটররা প্রতিবেদনের ফরমেট তৈরি করে। আর্থিক প্রতিবেদনের গুণগত মান নিশ্চিত ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে মান নির্ধারণ করতে হবে। একই সঙ্গে তা বাস্তবায়নে তদারকি ও আইনের প্রয়োগও করতে হবে। এজন্যই এ আইনটি করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ আইন শেয়ারবাজারে খুবই ইতিবাচক প্রভাব ফেলবে। আর্থিক প্রতিবেদনের মান উন্নত হলে পুঁজিবাজারের অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা সম্ভব।’

২০০৮ সালে তত্ত্ববধায়ক সরকারের আমলে ফিন্যান্সিয়াল রির্পোটিং নামে একটি অধ্যাদেশ জারি করা হয়। পরবর্তীতে সরকার সেটি আর আইনে রূপ দেয়নি। তবে অর্থ বিভাগ মনে করছে, এমন একটি আইন থাকা দরকার। তাই ২০০৯ সালে মে মাসে আইনের একটি খসড়া মন্ত্রিসভায় আসে। তবে মন্ত্রিসভা কিছু পর্যবেক্ষণ দেয়। এরপর ২০১০ সালের ডিসেম্বর মাসে দ্বিতীয়বার মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। সর্বশেষ গত বছরের ১৯ আগস্ট এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মোশাররাফ হোসাইন বলেন, আইনে ফিন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিল থাকবে। আইন প্রয়োগে এ কাউন্সিলই হবে অভিভাবক। কাউন্সিলে চারটি বিভাগ থাকবে- মানদণ্ড নির্ধারণী বিভাগ, আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগ, নিরীক্ষা চর্চা পুননিরীক্ষণ বিভাগ ও প্রয়োগকারী বিভাগ।

কাউন্সিলে একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য থাকবেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবেন। চেয়ারম্যানের অধীনে চারজন নির্বাহী পরিচালক থাকবেন। তারাও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচিত হবেন।

‘কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। সরকার গেজেট জারির মাধ্যমে অভিজ্ঞদের নিয়ে আপিলকারী কর্তৃপক্ষ গঠন করবে।’

এখন আইনটি সংসদে পাসের জন্য যাবে জানিয়ে তিনি বলেন, এ আইনের মাধ্যমে আর্থিক প্রতিবেদনের মান উন্নত হবে। জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানের সেবার মান ও জবাবদিহিতা আরো বাড়বে।

এ আইন ভঙ্গের জন্য শাস্তির বিধান রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। নীতিগত অনুমোদনের সময় তিনি জানিয়েছিলেন, আইন লঙ্ঘনে এক থেকে পাঁচ বছরের জেল অথবা এক লাখ টাকা জরিমানা দিতে হবে অডিটরদের।

স্টকমার্কেটবিডি.কম/এম/সি

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. ডেসকো
  3. বিইডিএল
  4. কেয়া কসমেটিকস
  5. লাফার্জ সুরমা সিমেন্ট
  6. শাহজিবাজার পাওয়ার কোম্পানি
  7. অরিওন ফিউশন
  8. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  9. সামিট পূর্বাচল
  10. যমুনা ওয়েল।

উভয় বাজারে আজও সূচকের পতন

low indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও কমেছে দেশের উভয় বাজারের সূচক। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে ১৪৮ কোটি টাকা কমে দাড়িয়েছে ৭০৯ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯১৪ পয়েন্টে। মোট ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭০৯ কোটি ৭৭ লাখ টাকার।

ডিএসইতে আজ লেনদেনর শীর্ষে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেসকো, বিইডিএল, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, অরিওন ফিউশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস,  সামিট পূর্বাচল ও যমুনা ওয়েল।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৮০ পয়েন্টে। মোট ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮২ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বরকতুল্লাহর প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

beস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বরকতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেড প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’১৪-সেপ্টেম্বর’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী বরকতুল্লাহর করপরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ১২ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৯৪ টাকা,

যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৭ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা ও ০.৫৪ টাকা। তবে ২০১৪ সালের জন্য প্রস্তাবিত ১৭ শতাংশ বোনাস শেয়ারের হিসেবে প্রথম প্রান্তিকে এ কোম্পানির প্রতি শেয়ারে আয় হবে ০.৮০ টাকা। একই হিসেবে যা আগের বছরের একই সময়ে ছিল ০.৪৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

লিগ্যাসী ফুটওয়্যারের দর বাড়ার কারণ নেই

legaciস্টকমার্কেট ডেস্ক :

সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে লিগ্যাসী ফুটওয়্যার। দর বাড়ার কারণ জানতে চাইলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ জবাব দিয়েছে লিগ্যাসী কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এক দিনের সংশোধনসহ গত পাঁচ কার্যদিবসে লিগ্যাসী ফুটওয়্যারের শেয়ার দর বেড়েছে ৫ টাকা বা ২০ শতাংশ। এ সময়ের মধ্যে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি।

বিগত নয় মাসে (জানু’১৪-সেপ্টেম্বর’১৪) এ কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.২১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৫ লাখ ৪০ হাজার টাকা ও ০.২৬ টাকা।

এ কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

 

পেনিনসুলার প্রথম প্রান্তিকে আয় বেড়েছে

peninস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। কোম্পানির প্রথম প্রান্তিকে (জুলাই,১৪-সেপ্টেম্বর,১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৪ কোটি ২৬ লাখ টাকা। আর ইপিএস করেছে ৩৮ পয়সা। যা আগের বছরের একই সমযের চেয়ে ২৭ শতাংশ বেশি।

আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা করেছিল ৩ কোটি ৩৫ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ৩০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে