লেনদেনের শুরুতেই শাহজিবাজার ক্রেতা শূন্য

sahjiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বহুল আলোচিত শাহজিবাজার পাওয়ার কোম্পানি আজও হল্টেড হয়ে গেছে। বুধবার লেনদেনের ১৫ মিনিটের মধ্যে শেয়ারটির বিক্রেতার ঘরে অসংখ্য বিক্রয় প্রস্তাব থাকলেও ক্রেতার ঘর রয়েছে শূন্য।

প্রসঙ্গত শেয়ারটির লেনদেন বন্ধ থাকার পর গত ২০ অক্টোবর পুঁজিবাজারে ফিরেই প্রায় প্রতিদিনই হল্টেড হয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। ওই সময় শেয়ারটির অসংখ্য ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা ছিল না।

আজ ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শাহজিবাজারের স্ক্রীনে ২ লাখ ২৩ হাজার ৮০০ শেয়ার বিক্রয়ের প্রস্তাব থাকলেও ক্রেতার ঘর ছিল ফাঁকা। হল্টেড হওয়ার আগে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩০৯ টাকা ২০ পয়সায়। আজ শেয়ারটির দর কমেছে ২৯ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ। গতকাল এই শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৩৮ টাকা ৮০ পয়সা।

উল্লেখ্য, গতকাল বিএসইসির এক জরুরি বৈঠকে নতুন করে শাহজিবাজার পাওয়ারকে শাস্তির সিদ্ধান্ত নেয় কমিশন। বিএসইসির শাস্তির মধ্যে রয়েছে আজ থেকে শেয়ারটি নন-মার্জিনেবল এবং স্পট মার্কেটে ট্রেডসহ বেশ কয়েকটি শাস্তি।

আর বিএসইসির এমন সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের স্নায়ু চাপ বেড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এনভয় টেক্সটাইল বোর্ড সভা আজ

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল বোর্ড সভা আহ্বান করেছে । আগামী ১৯ নভেম্বর, বুধবার এ কোম্পানির বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে এনভয় টেক্সটাইলের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এআর

প্রধানমন্ত্রীর আশ্বাসেই সূচক বাড়ছে জাপান শেয়ারবাজারে

japanস্টকমার্কেট ডেস্ক :
সোমবার বড় ধরনের সুচক পতনের পর মঙ্গলবার আবার উর্দ্ধমূখী সূচক লক্ষ্য করা গেছে জাপানের শেয়ারবাজারে। গত ৪ নভেম্ব্ররের পর এটিই ছিল একদিনে সূচক বৃদ্ধি। তবে বিনিয়োগকারীরা এখনো তাকিয়ে আছেন প্রধানমন্ত্রি শিনজো আবের দিকে। সূত্র : রয়টার্স

ইতিমধ্যে প্রধানমন্ত্রী নতুন নির্বাচন এবং অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন। এই আশ্বাসেই বাজার গতি পাচ্ছে বলে মনে করছের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দিনশেষে Nikkei Index ৩৭০.২৬ (২.১৮%) বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৪.০৬ পয়েন্টে। এর আগে সোমবার ১৬,৯৭৩.৮০ পয়েন্টে লেনদেন শেষ হয়।

বিশ্লেষকরা বলছেন, মন্দা কবলিত অর্থনিতিকে চাঙ্গা করতে সরকারের দেওয়া পদক্ষেপ বাস্তবায়িত হলে বাজারে লেনদেন আরও বৃদ্ধি পাবে এবং নতুন নতুন বিনিয়োগকারিরা আকৃষ্ট হবে।
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

বুধবার থেকে নন-মার্জিনে শাহজিবাজার লেনদেনও স্পটে

sahjibazerনিজস্ব প্রতিবেদক :

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ারের শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত মঙ্গলবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

ঋণসুবিধা বন্ধের পাশাপাশি কোম্পানিটির শেয়ার লেনদেনের জন্য স্পট মার্কেট বা নগদ লেনদেনের বাজারে স্থানান্তর করারও সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বিনিয়োগকারীদের স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসইসি জানায়। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কোম্পানিটির বিষয়ে নেওয়া এ দুটি সিদ্ধান্ত আজ বুধবার থেকেই কার্যকর হবে। অর্থাৎ আজ থেকে শাহজিবাজারের শেয়ার কেনার ক্ষেত্রে কোনো বিনিয়োগকারী ঋণসুবিধা পাবেন না।

চলতি বছরের ১৫ জুলাই শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩০০ টাকারও বেশি বেড়েছে। লেনদেনের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল সাড়ে ৩৬ টাকা। আর গতকাল দিনের শেষে তা বেড়ে হয়েছে প্রায় ৩৩৯ টাকা।

বর্তমানে সাধারণ বাজারে একটি কোম্পানির শেয়ারের লেনদেন নিষ্পত্তি হতে তিন দিন (টি+২) সময় লাগে। কিন্তু স্পট মার্কেটে এক দিনে (টি+০) লেনদেন নিষ্পত্তি হয়। অর্থাৎ কোনো বিনিয়োগকারী আজ স্পট মার্কেট থেকে কোনো শেয়ার কিনলে আগামীকালই তা আবার বিক্রি করতে পারবেন। এর ফলে সেখানে শেয়ারের সরবরাহ বেড়ে যায়। অন্যদিকে ঋণসুবিধা বন্ধ থাকলে তাতে শেয়ার কেনার ক্ষেত্রে টাকার প্রবাহ কমে যায়। তাই একদিকে টাকার প্রবাহ কমিয়ে অন্যদিকে শেয়ারের সরবরাহ বাড়িয়ে শাহজিবাজারের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির লাগাম টানার উদ্যোগ নিয়েছে বিএসইসি।

তালিকাভুক্তির পর থেকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে ১১ আগস্ট থেকে দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন স্থগিত করে দেয়। এ সময় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে নিয়ন্ত্রক সংস্থা তদন্ত কমিটি গঠন করে। সেই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করানো হয়। তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস (আর্নিং পার শেয়ার) কমে যায়।

তদন্ত ও বিশেষ নিরীক্ষা শেষে গত ২০ অক্টোবর কোম্পানিটির লেনদেনের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। ২০ অক্টোবর থেকে সর্বশেষ গতকাল পর্যন্ত ২১ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ২৫০ টাকা। ২০ অক্টোবর প্রতিটি শেয়ারের দাম ছিল ৮৯ টাকা ২০ পয়সা।

এদিকে হিসাব কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার দায়ে শাহজিবাজারের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচ পরিচালককে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে চার পরিচালকের প্রত্যেককে ১০ লাখ করে ৪০ লাখ টাকা এবং এমডিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানা আদায় প্রক্রিয়াধীন রয়েছে।

স্থগিতাদেশ শেষে পুনরায় লেনদেন শুরুর পরও এটিরও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত থাকে। এ কারণে দ্বিতীয় দফায় তদন্তের উদ্যোগ নেয় বিএসইসি, যা বর্তমানে চলমান রয়েছে। তদন্তের পাশাপাশি গতকাল এটির মূল্যবৃদ্ধির লাগাম টানতে ঋণ-সুবিধা বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া কোনো ব্রোকারেজ হাউস কোম্পানিটির শেয়ার লেনদেনে সীমার অতিরিক্ত ঋণ দিয়ে থাকলে তা তিন কার্যদিবসের মধ্যে নির্ধারিত সীমায় নামিয়ে আনার নির্দেশ দিয়েছে বিএসইসি। পাশাপাশি ব্রোকারেজ হাউসগুলোকে আজ থেকে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের লেনদেনসংক্রান্ত তথ্য নিজ নিজ স্টক এক্সচেঞ্জে পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

আফতাব অটোর ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

aftabস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আফতাব অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ ৩১ আগস্ট ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১০টা ৩০ মিনিটে, বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, বারিধারা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৫৩.৩৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে