আইসিবির রাইট সাবস্ক্রিপশন ৭ ডিসেম্বর

icbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রাইট শেয়ারের চাঁদা সংগ্রহ করা হবে ৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৪তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ারের অনুমোদন দেয়া হয়।

আইসিবি শেয়ারবাজারে ১:২ অনুপাতে (অর্থাত্ প্রতি দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৭৫০টি শেয়ার ছেড়ে ১ হাজার ৫৪ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করবে।

প্রতিটি শেয়ার ১০০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৪০০ টাকা প্রিমিয়ামসহ নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

কোম্পানিটি রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং ঋণ পরিশোধে ব্যবহার করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

শেয়ারবাজারে স্বল্পমূলধনী কোম্পানির প্রভাব

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে গত সপ্তাহে স্বল্প মুলধনী কোম্পানিগুলোর শেয়ার দর অনেকটা বেড়েছে। গত সপ্তাহে টপটেন গেইনারে থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টি ছিল স্বল্পমূলধনী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডেএসইর) বাজার বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

কোম্পানিগুলো হচ্ছে- ১ম স্থানে থাকা জেএমআই সিরিঞ্জ, ২য় স্থানে থাকা ফার্মা এইডস, ৪র্থ স্থানে থাকা হক্কানি পাল্পসহ বিডি থাই এলুমিনিয়াম, সিভিও পেট্রো কেমিক্যাল, সোনালি আঁশ এবং ওয়াটা কেমিক্যালস।

জেএমআই সিরিঞ্জ : সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩৫ কোটি ১২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া, কোম্পানিটির দৈনিক শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ২ লাখ ৪৩ হাজার টাকার। উল্লেখ্য, কোম্পানিটির পিই রেশিও ৪৫.২২।

ফার্মা এইডস : এ কোম্পানির দর বেড়েছে ২৩.২২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪৩ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া, কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৭৩ লাখ ১২ হাজার টাকার।

হক্কানি পাল্প : এর শেয়ার দর বেড়েছে ১৮.১৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া, কোম্পানিটি দৈনিক শেয়ার লেনদেন করেছে ৪০ লাখ ২২ হাজার টাকার।

এছাড়া বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৬.৭১ শতাংশ, সিভিও পেট্রো কেমিক্যালের ১০.৭ শতাংশ, সোনালী আঁশের ৯.৬৬ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালসের ৯ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ইফাদ অটোসের আইপিও আবেদন আজ শুরু

ifadস্টকমার্কেট ডেস্ক :

আজ থেকে শুরু হচ্ছে ইফাদ অটোস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আর প্রবাসী বিনিয়োগকারীরা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত আইপিও আবেদন করতে পারবেন।

ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৭তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থ কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে। ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইফাদ অটোসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.১৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪৪.১২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এআর