আইসিবির ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

icbস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগকারীদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সূত্র থেকে এই তথ্য জানা যায়।

রবিবারে অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ  অনুমোদন করা হয়।

আগের বছর প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

আর্থিক খাতের এ প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ হাজার কোটি টাকা ও ৪২১ কোটি ৯০ লাখ টাকা।

এবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬১৪ টাকা ৯৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে