আজ ৪ কোম্পানির লেনদেন বন্ধ

trade-suspended-shaস্টকমার্কেট ডেস্ক :

রেকর্ড ডেটের কারণে আজ বৃহস্পতিবার তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাটলাস বাংলাদেশ, দুলামিয়া কটন ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

উল্লেখ্য, এই কোম্পানিগুলোর শেয়ার আজ বুধবার স্পট মার্কেটে লেনদেন শেষ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ন্যাশনাল ফিডের আইপিও লটারির ড্র আজ

natinalনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শেষে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য ন্যাশনাল ফিড মিল লিমিটেডের লটারির ড্র আজ ২৭ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ দিন কোম্পানিটির লটারির ড্র রাজধানীর রমনায় অবস্থিত ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) এর সেমিনার হলে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

প্রাথমিক গণ প্রস্তাবে কোম্পানিটিতে ৮৪৪ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা উত্তোলনকৃত অর্থের ৪৬.৯১ গুণ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৫০ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকার, এনআরবি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৩ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার টাকার এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ১৯৮ কোটি ১৫ লাখ টাকার আবেদন জমা পড়েছে।

এর আগে কোম্পানিটির আইপিওতে আবেদন ২৬ অক্টোবর ৩০ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হয়। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ৮ নভেম্বর পর্যন্ত।

ন্যাশনাল ফিড শেয়ারবাজার থেকে ১৮ কোটি টাকা উত্তোলনের জন্য ১ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪.৫৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. যমুনা অয়েল
  3. লাফার্জ সুরমা সিমেন্ট
  4. মেঘনা সিমেন্ট
  5. কেয়া কস.
  6. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  7. জিএসপি
  8. গ্রামীণফোন
  9. অলিম্পিক ইন্ড্রা.
  10. বেক্সিমকো ফার্মা।

শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৫৭ পয়েন্টে।

ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দাম বেড়েছে, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে ৩১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৩৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৫৮ পয়েন্টে।

সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৪টির দাম বেড়েছে। কমেছে ১৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল – ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যমুনা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা সিমেন্ট, কেয়া কস., খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জিএসপি, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ড্রা. ও বেক্সিমকো ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ভারতের শেয়ারবাজারে কমলো সূচক

sensexস্টকমার্কেট ডেস্ক :

টানা এক মাস জুড়ে একের পর এক সূচক আর লেনদেনের রেকর্ড গড়ে গতকাল মঙ্গলবার বাজার অনেকটা স্তিমিত হয়ে পড়েছে৷

এদিন সকালে লেনদেন শুরুর সময় সেনসেক্স ১৭ পয়েন্টে নেমে ২৮,৪৮২ পয়েন্টে ও নিফটি প্রায় ১৪ পয়েন্ট নেমে ৮৫১৫ পয়েন্টে অবস্থান করে৷ মূলধনী পণ্য সামগ্রী, ব্যাংক, রিয়েল এস্টেট খাতের শেয়ারের দার কমেছে৷

বেলা বাড়লে অবস্থার আরও অবনতি হয় ,সূচক আরও কিছুটা নামে। দিনশেষে সেনসেক্স ১৬১.৪৯ পয়েন্ট নেমে ২৮,৩৩৮ পয়েন্ট এবং নিফটি ৬৭.০৫ পয়েন্ট নেমে ৮,৪৬৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন রুপীও কিছুটা দূর্বল হয়েছে। মঙ্গলবার ডলারের বিনিময় মূল্য ছিল ৬১ রুপী ৯২ পয়সা।

সূত্র-হিন্দুস্থান টাইমস
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

সংযুক্ত শেয়ারবাজারে বিপরীতমুখী সূচক

sangস্টকমার্কেট ডেস্ক :

নভেম্বরের শুরুতেই সংযুক্ত হয়েছে হংকং-সাংহায় শেয়ারবাজার। সংযুক্ত হবার পর থেকে একই সাথে উর্দ্ধমুখি নয়তো নিম্নমুখী সূচকের প্রবনতা লক্ষ্য করা গেছে উভয় শেয়ারবাজারে ।

অর্থাৎ দিনশেষে হয় উভয় বাজারে সূচক বেড়েছে, নয়তো উভয় বাজারে সূচক কমেছে। তবে মঙ্গলবার বিপরীতমুখী সূচক দেখা গেছে দুই শেয়ারবাজারে । এদিন সাংহায় শেয়ার বাজারে সুচক বাড়লেও কমেছে হংকং শেয়ারবাজারে।

মঙ্গলবার দিনশেষে Shanghai Composite Index ৩৪.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,৫৬৭.৬০ পয়েন্টে। অন্যদিকে HANG SENG ইন্ডেক্স ৪৯.২৩ পয়েন্ট কমে ২৩,৮৪৩.৯১ পয়েন্টে অবস্থান করছে।

মূলত চীন সরকার সুদের হার কমানোর ফলে হংকং অপেক্ষা সাংহায় শেয়ার বাজারে বিনিয়োগের দিকে ঝুকছেন দেশটির বিনিয়োগকারীরা।

সূত্র- রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

  1. মেঘনা সিমেন্ট
  2. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  3. জিএসপি ফিন্যান্স
  4. কেয়া কসমেটিকস
  5. লাফার্জ সুরমা সিমেন্ট
  6. আরএন স্পিনিং
  7. যমুনা অয়েল
  8. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ
  9. বেক্সিমকো ফার্মা
  10. এসপিসিএল।

দিনের প্রথম ঘণ্টায় লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায়

high indexনিজস্ব প্রতিবেদক :

আগের দিনের ধারাবাহিকতায় বুধবার দেশের উভয় শেয়ারবাজারে দিনের প্রথম ঘণ্টায় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেশি হয়েছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২৯ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৮৭ কোটি ৪৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হয়েছিল ৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বেলা সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে মেঘনা সিমেন্টের। এ সময়ে এ কোম্পানির ৫ লাখ ৬৯ হাজার ২০০টি শেয়ার ৭ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়েছে।

এসময় ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে মেঘনা সিমেন্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, জিএসপি ফিন্যান্স, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, আরএন স্পিনিং, যমুনা অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা ও এসপিসিএল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক সকাল সাড়ে ১১টায় ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯০৫৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির। লেনদেন হয়েছে ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এআর

নেতিবাচক কোনো সিদ্ধান্ত নেবে না মার্চেন্ট ব্যাংকগুলো : বিএমবিএ

BMBA-3-340x210নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি তানজিল চৌধুরী বলেছেন, শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়বে এমন কোনো সিদ্ধান্ত নেবে না মার্চেন্ট ব্যাংকগুলো।বুধবার সকালে রাজধানীর হোটেল পূর্বাণীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএমবিএ’র মহাসচিব ও আইসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান ও বিএমবিএর সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজসহ আরো অনেকে।তানজিল চৌধুরী বলেন, মার্জিন ঋণখেলাপীদের তথ্য সিআিইবি রিপোর্টে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে, অনেকে বলেছেন এ কারণে মার্কেটে নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, প্রস্তাবটা শুধুমাত্র আলোচনার জন্য বিএসইসি’র কাছে দেওয়া হয়েছে। মার্কেটে প্রভাব ফেলার জন্য দেওয়া হয়নি। সিআইবিতে মার্জিন ঋণখেলাপীদের তথ্য অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে যেভাবে বলা হয়েছে সেভাবে নয়। এটা আসলে মার্চেন্ট ব্যাংকের স্বচ্ছতার জন্য।

তিনি আরো বলেন, এই প্রস্তাব ইসি কমিটির সঙ্গে আলোচনা করেই দেওয়া হয়েছে। আর এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে না। এটা নিয়ে বিএসইসির সঙ্গে বিষদ আলোচনা করা হবে। নমনীয়ভাবে যে সিদ্ধান্ত আসে সেটাই করা হবে।

এসময় বিএমবিএর দ্বিতীয় সহ-সভাপতি মনিরুজ্জামান বলেন, সিআইবি এর বিষয়ে একেক জন একেকটা মনে করতে পারেন। এটার কারণে বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি।

প্রসঙ্গত: সম্প্রতি মার্জিন ঋণখেলাপীদের তালিকা কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) অন্তর্ভুক্ত করার বিষয়ে বিএমবিএ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে দেওয়া প্রস্তাবটি নিয়ে বিভিন্ন মহল আলোচনা সমালোচনা করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

দরবৃদ্ধিতে সংবেদনশীল তথ্য নেই আরএন স্পিনিংয়ের

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের দর ও লেনদেন বৃদ্ধিতে সংবেদনশীল কোনো তথ্য নেই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ গত ২৩ নভেম্বর কোম্পানিকে এ শেয়ারের দর ও লেনদেন অস্বাভাবিক হারে বৃদ্ধির বিষয়ে নোটিস পাঠায়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিক হারে বেড়েছে। এ সময় এর দর ২৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকায়। অর্থাত্ দর বাড়ে ১৮ শতাংশ। ডিএসইতে গতকাল এ শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা। দিনভর এর দর ২৫ টাকা ৮০ পয়সা থেকে ২৮ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ২৮ টাকা ১০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ২৮ টাকায়। এদিন মোট ৩০ লাখ ৭৪ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির ২৪৪ কোটি ৮২ লাখ ৭০ হাজার টার্নওভারের বিপরীতে মুনাফা হয়েছে ৪০ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। এ সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর