রেকর্ড পতনে সেনসেক্স নামল ২৬ হাজারে

sensexস্টকমার্কেট ডেস্ক :

গত কয়েক দিন ধরেই পড়ছিল শেয়ার বাজার। মঙ্গলবার একেবারে ধস নামল তাতে। এক ধাক্কায় সেনসেক্স পড়ে গেল ৫৩৮.১২ পয়েন্ট। ফের নেমে এল ২৬ হাজারের ঘরে। বাজার বন্ধের সময় দাঁড়াল ২৬,৭৮১.৪৪ অঙ্কে। গত এক বছরের মধ্যে ভারতের বাজারে এক দিনে এত বড় পতন হয়নি।

পাল্লা দিয়ে পড়ছে টাকার দামও। এ দিন তা নেমেছে ৫৯ পয়সা। এক ডলার দাঁড়িয়েছে ১৩ মাসের সবচেয়ে নীচে।

প্রসঙ্গত, শেয়ার বাজারের পতন শুরু হয়েছে গত সপ্তাহ থেকেই। এক সপ্তাহেই সেনসেক্স পড়েছে ১০৪৯.৬৬। ফলে অনিশ্চিত হয়ে উঠেছে বাজার।

শুধু ভারত নয়, বাজার পড়ছে বিশ্ব জুড়েই। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম হু হু করে নেমে আসায় তৈরি হয়েছে নতুন আর্থিক সঙ্কট। রাশিয়া, নাইজিরিয়ার মতো তেল রফতানি নির্ভর দেশের অর্থনীতি পড়েছে ঘোর বিপাকে। তার উপর আবার উৎপাদন ঢিমে হয়েছে চিনের কল-কারখানায়। আর এই সব কিছুর জন্যই দোলাচল তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে।

বিশ্ব জুড়ে শেয়ার বাজারে এই টানাপড়েনের প্রভাব এড়াতে পারেনি ভারতের বাজারও। বরং এখানে সেই আগুনে ঘি ঢেলেছে দেশীয় অর্থনীতিতেও একের পর এক খারাপ খবর। শিল্প সঙ্কুচিত। সোনা আমদানি বিপুল বৃদ্ধির হাত ধরে বাণিজ্য ঘাটতি ফের চড়া। টাকার দাম বাড়ছে। কমার লক্ষণ নেই বিভিন্ন ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদও। সব মিলিয়ে তাই আশঙ্কা তৈরি হয়েছে লগ্নিকারীদের মনে। বিশেষজ্ঞদের মতে, বাজারের টানা পতন তারই প্রতিফলন।

অনেকে আবার মনে করছেন, ঋণনীতিতে সুদ বাড়াতে পারে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেড রিজার্ভ। যে কারণে সোনার দাম ইতিমধ্যেই পড়েছে। বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নি এ বার মার্কিন মুলুকের দিকে সরে যাবে কি না, তা নিয়েও আশঙ্কা রয়েছে অনেকের। বিশেষত যেখানে ভারতীয় অর্থনীতির নানা সমস্যা ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে তাদের।

অবশ্য বিশেষজ্ঞ অজিত দে মনে করেন, “তেলের দাম কমায় আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা তৈরি হলেও ভারতের তাতে অসুবিধার কোনও কারণ নেই। কিন্তু তা সত্ত্বেও লগ্নিকারীদের অনেকে আতঙ্কিত হয়ে শেয়ার বেচছেন। ফলে পড়ছে সূচক। আমার আশা, এই অবস্থা দীর্ঘকাল চলবে না।”

অজিতবাবুর সঙ্গে একমত বিশেষজ্ঞদের অনেকেই। তাঁদের মতে, ভারতের বাজার নিয়ে এখনও আশান্বিত হওয়ার কারণ যথেষ্ট। কেন্দ্র সংস্কারের ঘোষণাগুলি রূপায়িত করতে পারলে অর্থনীতি ফের গতি পাবে। তবে এই মুহূর্তে ভারতের বাজারে যে বিষয়টি লগ্নিকারীদের কপালে চিন্তার রেখা ফেলেছে, তা হল বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিড়িক।

সূত্র- আনন্দবাজার
স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

নির্বাচনের পরে চাঙ্গা জাপানের শেয়ারবাজার

japanস্টকমার্কেট ডেস্ক :

গত রবিবারের নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারিদের মধ্যে কিছুটা উদ্বেগ–উৎকন্ঠা থাকায় গত সপ্তাহে বেশ নড়বড়ে অবস্থায় ছিল টোকিও শেয়ারবাজার। তবে নির্বাচনের পর আবারো সু-বাতাস বইতে শুরু করেছে বাজারে।

বাজার কতৃপক্ষসহ সাধারন বিনিয়োগকারিদের মধ্যে স্বস্তি ফিরে আসায় লেনদেন বাড়তে শুরু করেছে। ফলে সূচকে উর্দ্ধগামী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

উল্ল্যেখ্য ,গত রবিবারের নির্বাচনে প্রধানমন্ত্রি শিনজো আবে পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগে তিনি শেয়ার বাজার সংস্কার, আর্থিক প্রনোদনাসহ সাধারন বিনিয়োগকারিদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছিলেন। তাই মিস্টার আবের এই বিজয় আশা জাগাচ্ছে বিনিয়োগকারিদের মনে।

তারই কিছুটা ইতিবাচক প্রভাব ইতোমধ্যে বাজারে পড়তে শুরু করেছে। শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক লুক্কো তানাকা বলেন, “ শিনজো আবের প্রতিশ্রুতি মানুষের মাঝে আশার বীজ বুনেছিল, সিনজো নির্বাচিত হবার পর মানুষ এখন তার ফল পেতে চায়। তাই তারা আবার বাজারমুখী হচ্ছেন, বিনিয়োগের ধারায় ফিরছেন।”

এদিকে মঙ্গলবার জাপানের “নিক্কেই” ইন্ডেক্স ৬৯.৮৯ পয়েন্ট বেড়ে ১৬,৮২৫.২১ পয়েন্টে অবস্থান করছে। শতকরা হিসাবে যা বেড়েছে প্রায় ৪২শতাংশ।

সূত্র-রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরি/এইচ

বৃহস্পতিবার স্পট মার্কেটে হামিদ ও পদ্মা অয়েল

spot..-2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি লিমিটেড রেকর্ড ডেটের আগে বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ২ কোম্পানির লেনদেন আগামী ১৮ ও ২১ ডিসেম্বর স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী ২২ ডিসেম্বর সোমবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারগুলোর লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ডিএসইতে থাকবে না হাওলা চার্জ

dseস্টকমার্কেট ডেস্ক :

সদ্য চালু করা স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে হাওলা চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে লাগা চার্জ বাবদ ব্রোকারেজ হাউস থেকে শতকরা ৩ পয়সা নেবে ডিএসই। আজ বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ডিএসই সূত্র জানায়, লাগা চার্জের নাম পরিবর্তন করে ‘ট্রানজেকশন ফি’ করা হয়েছে। লাগা চার্জ আগের তুলনায় সামান্য বাড়ানো হয়েছে। আগে ডিএসইতে লাগা চার্জ ০.০২ ছিল। আগামীকাল থেকে এটি হবে ০.০৩।

তবে আগামী ৩ মাস পর লাগা চার্জের বিষয়টি সংশোধিত হতে পারে। কারণ নির্ধারিত লাগা চার্জের মাধ্যমে ডিএসইর লোকসান হলে; লাগা চার্জ বাড়তে পারে। আর এই পদ্ধিততে লাভবান হলে লাগা চার্জের বর্তমান নিয়মই চালু থাকবে।

এ বিষয়ে ডিএসইর পরিচালক শাকিল রিজভী গনমাধ্যমকে বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে ডিএসই হাওলা চার্জ উঠিয়ে নিয়েছে। এটা বৃহস্পতিবার থেকে কার্যকর হতে পারে।’

নতুন সফটওয়্যারের কারণে ১টি করেও শেয়ার কেনা-বেচা করা যায়। কিন্তু এর জন্যও আগের বেঁধে দেওয়া হারে হাওলা ও লাগা চার্জ পরিশোধ করতে হয়। এটি ব্রোকারহাউজের জন্য বাড়তি চাপ ছিল। হাওলা চার্জ উঠানোর মাধ্যমে স্বস্তি পেল

সূত্র মতে, যেহেতু আগামীকাল থেকে হাওলা চার্জ থাকছে না; তাই ট্রানজেকশন ফি বাড়ানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ইইউতে ইতিবাচক ধারায় জার্মান শেয়ারবাজার

jarmanস্টকমার্কেট ডেস্ক :

গত একমাস জুড়ে চরম অস্থিরতার পর মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ইউরোপের শেয়ার বাজার।। এদিন সূচক ছিল উর্দ্ধগামী। তবে গোটা ইউতে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে জার্মান শেয়ারবাজারে।

ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বেড়েছে মোট লেনদেনের পরিমান। তবে সবচেয়ে বেশি আশা দেখাচ্ছে লন্ডন ও জার্মান শেয়ার বাজার।

ইউরোপের সব বড় শেয়ার বাজারে সুচক বাড়লেও কমেছে শুধুমাত্র লন্ডন শেয়ার বাজারে । গতকাল লন্ডন FTSE 100 Index ১৪৯.১১ পয়েন্ট কমে ৬,৩৩১.৮৩ পয়েন্টে দাড়িয়েছে।

জার্মান স্টক এক্সচেঞ্জে DAX INDEX ২২৯.৮৮ পয়েন্ট বেড়ে ৯,৫৬৩.৮৯ পয়েন্টে অবস্থান করছে । অন্যদিকে CAC40 Index ৪,০৯৩.২০ পয়েন্টে এবং TR Europe Index ১৫৮.৩৭ পয়েন্টে অবস্থান করছে।

বাজারে স্থিতিশিলতা ফিরিয়ে আনতে কেন্দ্রিয় ব্যাংকের নেওয়া পদক্ষেপের প্রভাব ইতিমোধ্যে বাজারে পড়তে শুরু করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র- সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/তরি/এইচ

বৃহস্পতিবার আট কোম্পানির এজিএম

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি আটটি হলো: রহিম টেক্সটাইল, কোহিনূর কেমিক্যাল, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, হা-ওয়েল টেক্সটাইলস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং সায়হাম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রহিম টেক্সটাইলের এজিএম সকাল ৯টায়, ট্রাস্ট মিলনায়তন, পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; কোহিনূর কেমিক্যাল কোম্পানির এজিএম সকাল সাড়ে ৯টায়, অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, রমনা, ঢাকাতে; ন্যাশনাল পলিমারের এজিএম সকাল ১০টায়, ফখরুদ্দিন অ্যান্ড সন্স কমিউনিটি সেন্টার, বোর্ড বাজার, গাজীপুরে; ওরিয়ন ইনফিউশনের সকাল ১০টায়, অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, রমনা, ঢাকাতে; মালেক স্পিনিংয়ের সকাল সাড়ে ১০টায়, ট্রাস্ট মিলনায়তন, পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; হা-ওয়েলের এজিএম সকাল ১১টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে; পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সকাল সাড়ে ১১টায়, হোটেল পূরবী ইন্টারন্যাশনাল, ১ দিলকুশা সি/এ, ঢাকাতে এবং সায়হাম টেক্সটাইলের এজিএম একই দিন সকাল সাড়ে ১১টায়,মিল প্রাঙ্গণ, নয়াপাড়া, সায়হাম নগর, মাধবপুর, হবিগঞ্জে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের হতে পারে কোম্পানিগুলোর এজিএমে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে রহিম টেক্সটাইল ২৬ শতাংশ স্টক, কোহিনূর কেমিক্যাল ২৫ শতাংশ স্টক, ন্যাশনাল পলিমার ১৮ শতাংশ স্টক, ওরিয়ন ইনফিউশন ১৫ শতাংশ নগদ, মালেক স্পিনিং ১০ শতাংশ নগদ, হা-ওয়েল ১৫ শতাংশ নগদ, পপুলার লাইফ ৪০ শতাংশ স্টক এবং সায়হাম টেক্সটাইল ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এএইচ

এপোলো পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাবুক্ত কোম্পানি এপোলো ইস্পাতের পরিচালক আবদুর রহমান কোম্পানিটির শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী তিনি ৫ লাখ ৫০ হাজার শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আবদুর রহমানের হাতে থাকা এপোলো ইস্পাতের ৫ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। অর্থাৎ তিনি তার পোর্টফলিওতে থাকা সব শেয়ার বেঁচে দেবেন।

ঘোষণা অনুযায়ী তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বেচা শেষ করবেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বেচবেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এএইচ

  1. অগ্নি সিস্টেমস
  2. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  3. ফু-ওয়াং ফুড
  4. লাফার্জ সিমেন্ট
  5. স্কয়ার ফার্মা
  6. সাপোর্ট
  7. তুংহাই
  8. গ্রামীণফোন
  9. আরকে সিরামিকস
  10. যমুনা ওয়েল।

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

আগেরদিনের মতো বুধবারও দেশের শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনভর সূচক নিম্নমুখী ছিল তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৭ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির। এদিন লেনদেন হয়েছে ২৮৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন সোমবার লেনদেন হয় ২৩৮ কোটি ৫৮ লাখ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফু-ওয়াং ফুড, লাফার্জ সিমেন্ট, স্কয়ার ফার্মা, সাপোর্ট, তুংহাই, গ্রামীণফোন, আরকে সিরামিকস ও যমুনা ওয়েল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি।

লেনদেন হয়েছে ২৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের দিন ছিল ২৬ কোটি ৪৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এএইচ

কেয়ার ৬৯ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকসের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা কোম্পানি কেয়া নিট কম্পোজিট লিমিটেড ৬৯ লাখ ৫ হাজার ৫০০ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার কাছে কেয়া কসমেটিকসের মোট ১ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৩৭৮টি শেয়ারের মালিক। নীটের ৬৯ লাখ শেয়ার কিনবে আরেক প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা কেয়া ইয়ার্ন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর