ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

high indexনিজস্ব প্রতিবেদক :

সোমবার দেশের উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেশি হয়েছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮৪ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১১২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

এসময় সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

সিভিও পেট্রো ও জেমিনি ফুডের এজিএম আজ

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)আজ ২২ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো: সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এবং জেমিনি সী ফুড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিভিও পেট্রোকেমিক্যালের এজিএম বেলা ১১টায়, কর্পোরেট অফিস, ৩৭, কাটালগঞ্জ, পাঁচলাইশ, চট্টগ্রামে এবং জেমিনি সী ফুডের এজিএম বেলা সাড়ে ১১টায়, সেলিব্রিটি কনভেনশন সেন্টার, ৩ বি, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

কোম্পানি দুটির এজিএম এ সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হতে পারে।

এর আগে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিতেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য সিভিও ৫ শতাংশ নগদ এবং জেমিনি সী ফুড ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইষ্টার্ন কেবলসের ১০% নগদ লভ্যাংশ

eastern cableস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইষ্টার্ন কেবলস লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে  টাকা ৬৬৯ টাকা ৯৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রামে পতেঙ্গায় কোম্পানির কারখানা প্রাঙ্গন অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জানুয়ারি।

২০১৩ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৬ টাকা ১০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে