গত বছর জুড়ে চরম অস্থিরতার পর নতুন বছরে কিছুটা ঘুরে দাড়িয়েছে ইউরোপের শেয়ারবাজার। বুধবার সূচক ছিল মিশ্র অবস্থায়। তবে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন গনমাধ্যম সিএনএন।
ইউরোপের সব বড় শেয়ার বাজারে সুচক বাড়লেও কমেছে শুধুমাত্র লন্ডন শেয়ার বাজারে । গতকাল লন্ডন FTSE 100 Index ১৪৯.১১ পয়েন্ট কমে ৬,৩৩১.৮৩ পয়েন্টে দাড়িয়েছে। জার্মান DAX INDEX ২২৯.৮৮ পয়েন্ট বেড়ে ৯,৫৬৩.৮৯ পয়েন্টে অবস্থান করছে । অন্যদিকে CAC40 Index ৪,০৯৩.২০ পয়েন্টে এববগ TR Europe Index ১৫৮.৩৭ পয়েন্টে অবস্থান করছে।
বাজারে স্থিতিশিলতা ফিরিয়ে আনতে কেন্দ্রিয় ব্যাংকের নেওয়া পদক্ষেপের প্রভাব ইতিমোধ্যে বাজারে পড়তে শুরু করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র- সিএনএন
স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে