বিওতে রহিম টেক্সটাইলের লভ্যাংশ

rahimস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেড সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রহিম টেক্সটাইল ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, এই কোম্পানি আজ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের বিও হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

কেন্দ্রীয় ব্যাংকের তদারকি পুনর্বিবেচনার সুপারিশ

bbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন লেনদেন তদারকি কমিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে সুপারিশ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাত নিয়ন্ত্রক সংস্থার সমন্বয় কমিটির আজকের সভায় এ সুপারিশ করবে বিএসইসি। বিএসইসির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শেয়ারবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ২০১৬ সালের ডিসেম্বর মধ্যে নির্ধারিত সীমায় নামিয়ে আনতে হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এ সময়সীমার আগেই শেয়ারবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের ওপর ধাপে ধাপে কড়াকড়ি আরোপ করছে, শেয়ারবাজারে যার নেতিবাচক প্রভাব পড়ছে।

তাই বাজারের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংককে এক্ষেত্রে কিছুটা শিথিলতা অবলম্বনের সুপারিশ করবে বিএসইসি।

সমন্বয় কমিটির সভায় যেসব নিয়ন্ত্রক সংস্থা থাকবে সেগুলো হলো— বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), রেজিস্ট্রারার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, ডিপার্টমেন্ট অব কো-অপারেটিভ, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা ও নতুন যুক্ত হওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিএসইসি সূত্র জানায়, স্টক এক্সচেঞ্জ ও ব্রোকাররা বিভিন্ন আলোচনায় শেয়ারবাজারে বাংলাদেশ ব্যাংকের কড়া নজরদারির নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছে। বাংলাদেশ ব্যাংকের দৈনন্দিন তদারকিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোও শেয়ারবাজারে লেনদেনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারছে না।

বাজারসংশ্লিষ্টদের মতে, বাজারে অনেক শেয়ারের দর মধ্যমেয়াদি গড়ের নিচে নেমে এসেছে, অনেক শেয়ারের দর মৌলভিত্তি বিবেচনায় কম আছে। কম দর থাকা সত্ত্বেও শেয়ার কিনতে পারছে না অনেক আর্থিক প্রতিষ্ঠান। দৈনন্দিন এ তদারকিতে শেয়ারবাজারের লেনদেনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও কমে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

মিরাকল ইন্ডাস্ট্রিজ বোনাস শেয়ার বিওতে

miracleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, এই কোম্পানি আজ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের বিও হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু

low indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন  শুরু হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৫৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির। আর দর কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮০ পয়েন্টে। এদিকে ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫০ পয়েন্টে।

এই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সূচকের মিশ্র প্রবণতা রয়েছে। সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২১২ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

স্টকমার্কেটবিডি.কম/এএআর