1. ন্যাশনাল ফিড মিল
  2. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  3. অগ্নি সিস্টেমস
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. আইডিএলসি ফিন্যান্স
  6. ওয়েস্টার্ণ মেরিন
  7. সিভিও পেট্রো
  8. এবি ব্যাংক
  9. কেপিসিএল
  10. অলটেক্স টেক্সটাইল।

শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই নিম্নমূখী সূচক

indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতেই সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় মূল্য সূচক নিম্নমুখী ছিল।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯১১ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এসময় লেনদনে এগিয়ে- ন্যাশনাল ফিড মিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি ফিন্যান্স, ওয়েস্টার্ণ মেরিন, সিভিও পেট্রো, এবি ব্যাংক, কেপিসিএল ও অলটেক্স টেক্সটাইল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১২২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।

এসময় সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডিকিম/এইচ/এএআর

ন্যাশনাল ফিড মিলের লেনদেন শুরু

national_groupস্টকমার্কেট ডেস্ক :

সদ‌্য অনুমোদন পা্ওয়া ন্যাশনাল ফিড মিল লিমিটেডের লেনদেন শুরু হবে আজ। কোম্পানিটি শেয়ারবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে ন্যাশনাল ফিডের ট্রেডিং কোড হবে ‘NFML’। আর কোম্পানি কোড হবে ৯৯৬৪০।

এর আগে গত ১৯ জানুয়ারি সোমবার লেনদেন শুরু করার অনুমোদন পায়। আর গত ৬ জানুয়ারি এই কোম্পানিকে ডিএসইর পরিচালনা পর্ষদ তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

বিওতে ওয়েস্টার্ণ মেরিণের লভ্যাংশ

weastaernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ণ মেরিণ শিপইয়ার্ড লিমিটেডের সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের (বেনিফিশিয়ারি ওনার্স) বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওয়েস্টার্ণ মেরিণ শিপইয়ার্ড ৩১ ডিসেম্বর ২০১৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

যেসব বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে অনলাইন সুবিধা চালু আছে, তাদের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠানো হয়েছে। আর যাদের অনলাইন সুবিধা চালু নেই, তাদের পোস্ট অফিস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত ১৮ জানুয়ারি ওয়েস্টার্ণ মেরিণ শিপইয়ার্ডের বোনাস শেয়ার লাভ করছে বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

সাইফ পাওয়ারটেকের ২০ কোটি টাকার মেশিন

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রায় ২০ কোটি টাকার মেশিন ও যন্ত্রপাতি কিনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র বলছে, কোম্পানিটি কমলাপুর রেলওয়ে ষ্টেশনে কন্টেইনার পরিবহনের জন্য অত্যাধুনিক কিছু মেশিন কিনেছে। এ বাবদ অর্থ ব্যয় হয়েছে ২০ কোটি ১৫ লাখ টাকা।

প্রসঙ্গত : সাইফ পাওয়ার আইপিওতে আসার আগে থেকেই কমলাপুর রেলওয়ে ষ্টেশনে কন্টেইনার উঠা-নামানো কাজটি করে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর