নিজস্ব প্রতিবেদক :
শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উর্ধ্বমূখীভাব নিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে তা কমেছে। কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার ডিএসইএক্স বা প্রধান সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫০ পয়েন্টে।
ডিএসইতে ২৪৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৮৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।
টানা সূচক পতনের পর এদিন বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৮৮৩। এ সময়ে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর। এক ঘন্টায় লেনদেন হয় ৫৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এদিন লেনদেনের শীর্ষে ছিল – ন্যাশনাল ফিড মিল, গ্রামীন ফোন, অগ্নি সিস্টেমস, ওয়েস্টার্ণ মেরিন, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি ফিন্যান্স, তিতাস গ্যাস, বিবিএস, সাইফ পাওয়ার ও অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
এদিন সিএসইতে ২৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের দিন ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর