চট্রগ্রাম স্টিক একচেঞ্জ (সিএসই) তে সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন শেষে খাত ভিত্তিক বিবেচনায় সবগুলো খাতের সূচক ছিল নিম্নগামী। একসাথে সবগুলো খাতের সূচক নিম্নমূখী হওয়ায় সিএসই সার্বিক সূচকও ছিল তলানিতে। সবচেয়ে বেশি সূচক কমেছে “জীবন বিমা” খাতের।
অথচ গতকাল এই “জীবন বিমা” খাতে সূচক উঠেছিল সবচেয়ে বেশি। দিনশেষে “জীবন বীমা” খাতের সূচক ১৮৫৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৭৭ পয়েন্ট । রবিবার এ খাতে সূচক ছিল ১ লক্ষ ২ হাজার ৯৩১ পয়েন্ট।
তবে শতকরা হিসাবে সবচেয়ে বেশি কমেছে “লেদার এন্ড ফুটওয়ার” খাতের সূচক। আজ এ খাতে সূচক কমেছে প্রায় ৪.৭৮ শতাংশ। এছাড়া ফার্মা এন্ড ক্যামিকাল, লিজিং এন্ড ফাইনান্স, ফুড, সিমেন্ট, এনার্জী এবং ব্যাংকিং, সাধারন বিমা সহ ১৮টি খাতের সবগুলোতেই সুচক ছিল নিম্নগামী।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর