জিএসপি ফিন্যান্স মঙ্গলবার স্পট মার্কেটে

GSPFINANস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান জিএসপি ফিন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড আগামীকাল মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ৪ ফেব্রুয়ারি বুধবার এই শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।

আর কোম্পানির রেকর্ড ডেট আগামী ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সিএসইতে সব খাতকে ছাড়িয়ে বিবিধ খাত

cseস্টকমার্কেট ডেস্ক :

চট্রগ্রাম স্টিক একচেঞ্জে (সিএসই) আজ সোমবার সপ্তাহের ২য় দিনের লেনদেন শেষে খাত ভিত্তিক বিবেচনায় এগিয়ে আছে “বিবিধ” খাতের সূচক। এদিন সবগুলো খাতকে ছাড়িয়ে গেছে বিবিধ খাতের শেয়ার।

সিএসই তে একমাত্র খাত হিসাবে এদিন বিবিধ খাতের সূচক ছিল উর্ধগামী। বাকি ১৭টি খাতের সবগুলোর সূচক ছিল নিম্নগামী। উলেখ্য, সিএসই তে মোট ১৮টি খাতে লেনদেন পরিচালিত হয়ে থাকে।

এদিন বিবিধ খাতের সূচক দাড়িয়েছে ৮ হাজার ৭৫৩ পয়েন্ট।যা আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেশি।

গতকালের মতো আজও সবচেয়ে বেশি সূচক কমেছে “জীবন বিমা” খাতের। দিনশেষে “জীবন বীমা” খাতের সূচক ৮২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৫০ পয়েন্ট। এছাড়াও বড় ধরনের সূচক পতন ঘটেছে ব্যাংক, সিমেন্ট, লিজিং এন্ড ফাইনান্স,আইসিটি এবং জ্বালানী খাতে।

স্টকমার্কেটবিডি.কম/টি/এইচ

ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এলো গ্রামীনফোন

grameenস্টকমার্কেট ডেস্ক :

টেলিকম খাতে দেশের শীর্ষ কোম্পানী গ্রামীনফোন লিমিটেড আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে। এর আগে বিগত সপ্তাহজুড়ে এবং চলতি সপ্তাহেও কোম্পানিটি ডিএসই তে শীর্ষ লেনদেন হওয়া ২০ টি কোম্পানির মধ্যে অবস্থান করছিল । তবে আজ কোম্পানিটি লেনদেনের একেবারে শীর্ষে অবস্থান করছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩২৬টাকা ২০ পয়সায় লেনদেন শুরু করে। এদিন কোম্পানিটির শেয়ার দর একসময় ৩১৯ টাকায় নেমে যায়। তবে দিনশেষে শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ ৩৩০টাকায় সর্বশেষ লেনদেন হয়।

এদিন কোম্পানির ৩ লাখ ৩৭ হাজার ১৫৪ টি শেয়ার সর্বোমোট ১ হাজার ৯৪ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১০ কোটি ৯০ লাখ টাকা।

এছাড়া ডিএসই তে লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্য সুরমা, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিঃ, স্কায়ার ফার্মা, সিএন্ডএ টেক্সটাইল লিঃ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিঃ, অলিম্পিক, আমরা টেকনোলজিস লিঃ, ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড এবং বেক্সিমকো লিঃ।

উল্যেখ্য গ্রামীনফোন লিঃ এর অনুমোদিত মূলধন রয়েছে ৪ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২।

স্টকমার্কেটবিডি.কম/টি/এইচ

  1. গ্রামীণফোন
  2. লাফার্জ সুরমা সিমেন্ট
  3. সিভিও পেট্রোকেমিক্যাল
  4. স্কয়ার ফার্মা
  5. সিএ্যান্ডএ টেক্সটাইল
  6. শাহজিবাজার পাওয়ার
  7. অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ
  8. আমরা টেকনোলজিস
  9. ওয়েস্টার্ন মেরিন
  10. বেক্সিমকো লিমিটেড।

সূচক কমলেও বেড়েছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারের সূচক পতনকে যেন কোনো ভাবেই থামছে না। তবে সূচক কমলেও আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারেই।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ২২৬ কোটি ৯৪ লাখ টাকার। আগের দিন রবিবার লেনদেন হয়েছে ১৮৪ কোটি টাকার।

আজ দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬১৮পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।

গত সপ্তাহে একদিন মঙ্গলবার ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। এরপর থেকে সূচকের পতন বিদ্যমান ছিল দুই বাজারে।

এ দিন ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল, স্কয়ার ফার্মা, সিএ্যান্ডএ টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ, আমরা টেকনোলজিস, ওয়েস্টার্ন মেরিন ও বেক্সিমকো লিমিটেড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।

এদিন লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শেয়ারবাজারে ১৫,০০০ কোটি রুপি নিবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

indiaস্টকমার্কেট ডেস্ক :

প্রয়োজনীয় মূলধন জোগাড় করতে এবার ভারতের শেয়ারবাজারে শেয়ার ছাড়বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ দেশটির দৈনিক হিন্দুস্থান টাইমস এ কথা জানায়।

দেশের বৃহত্তম ব্যাংক জানিয়েছে, মূলধন জোগাড়ের উপায় খুঁজতে ব্যাংকের ডিরেক্টরদের নিয়ে গঠিত কমিটিই সুপারিশ করেছে শেয়ার ছেড়ে ১৫,০০০ রুপি তোলার৷

এর জন্য কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন চাওয়া হবে৷ বাসেল থ্রি নিয়ম মেনে এই ব্যবস্থা নিচ্ছে ব্যাংক৷ সেক্ষেত্রে ওই মূলধন জোগাড় করতে ফলো -অন পাবলিক ইস্যু, ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, রাইটস ইস্যু, প্রাইভেট প্লেসমেন্ট, গ্লোবাল ডিপোজিটরি রিসিট, আমেরিকান ডিপোজিটরি রিসিট অথবা এগুলির সবকটি মারফতই টাকা তোলা হতে পারে বলে জানিয়েছে এসবিআই৷

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

জাহিন স্পিনিংয়ের আইপিও ড্র র ফলাফল

zahinস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) জাহিন স্পিনিং লিমিটেডে বিনিযোগকারীদের কাছ থেকে আবেদনের লটারির ড্রর ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এ ড্র অনুষ্ঠানটি শুরু হয়। বেলা ১২ টায় তা শেষ হয়।

 

সাধারণ বিনিয়োগকারী কোটার ফলাফল দেখতে ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত কোটার ফলাফল দেখতে ক্লিক করুন

মিউচুয়াল ফান্ড কোটার ফলাফল দেখতে ক্লিক করুন

প্রবাসী বিনিয়োগকারী কোটার ফলাফল দেখতে ক্লিক করুন

ব্যাংক কোড জানতে ক্লিক করুন

রিফান্ড ও এলোটমেন্ট সংক্রান্ত তথ্যের জন্য ক্লিক করুন

ফল পেতে লিঙ্কে ক্লিক করুন
সিএসই সূত্রে জানা যায়, ১২ কোটি টাকার বিপরীতে ৮৮৭ কোটি টাকার আবেদন জমা পড়ে। সর্বশেষ হিসাবে যা উত্তোলনকৃত অর্থের চেয়ে প্রায় ৭৪ গুণ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

 

ইফাদ অটোসের লেনদেন বৃহস্পতিবার

ifadস্টকমার্কেট ডেস্ক :

আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) সম্পন্ন করা কোম্পানি ইফাদ আটোসের লেনদেন শুরু হবে আগামী বৃহস্পতিবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বলা হয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন হবে। কোম্পানির কোড নির্ধারিত হয়েছে IFADAUTOS।

এর আগে ২৭ জানুয়ারি লটারিতে বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরী বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল।

গত ১৯ জানুয়ারি ইফাদ আটোস লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ডিএসই।

গত বছরের ২৪ ডিসেম্বর ইফাদ অটোস আইপিও লটারির ড্র সম্পন্ন করে। এই কোম্পানির আইপিওতে ৬৩ কোটি টাকার বিপরীতে এক হাজার ২৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা পড়েছিল। কোম্পানিটি বাজার থেকে যে পরিমাণ টাকা তুলতে চেয়েছিল তার ১৬ দশমিক ৫ গুণ বেশি আবেদন।

এর আগে ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ইফাদ অটোর আইপিও আবেদন চলে।

বিএসইসির ৫২৭তম কমিশন সভায় এই কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. সিভিও পেট্রোকেমিক্যাল
  3. গ্রামীণফোন
  4. শাহজিবাজার পাওয়ার
  5. সিএ্যান্ডএ টেক্সটাইল
  6. ফারইস্ট ফিন্যান্স
  7. বেক্সিমকো লিমিটেড
  8. স্কয়ার ফার্মা
  9. আরএসআরএম
  10. ওয়েস্টার্ন মেরিন।

প্রথম ঘন্টায় সূচকের পতন

low indexস্টকমার্কেট ডেস্ক :

দেশের উভয় শেয়ারবাজারে আজ নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। দিনের প্রথম ঘণ্টায় ডিএসইতে সূচকের ৮০ পয়েন্ট পতন হয়েছে। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বিরাজ করছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৭৫ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ২২৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ১২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪৯৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ১৩৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির। লেনদেন হয়েছে ৪ কোটি ৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর