সর্বোচ্চ মূলধন সংগ্রহের রেকর্ড কোল ইন্ডিয়ার

coal indiaস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহ শেষে বাজারে ভাল সাড়া মিলল কোল ইন্ডিয়ার শেয়ারে। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির ১০% শেয়ার বিক্রি করে কেন্দ্রের  কোষাগারে আসছে প্রায় ২২,৬০০ কোটি টাকা। যা এখনও পর্যন্ত বৃহত্তম বিলগ্নিকরণ। সূত্র- আনন্দবাজার

কোল ইন্ডিয়ায় হাতে থাকা ৮৯.৬৫% অংশীদারির ১০% শেয়ার বেচার জন্য  বাজারে এনেছিল কেন্দ্র। বিক্রি করা হচ্ছে ৬৩.১৬ কোটি শেয়ার। শেয়ার কেনার জন্য আবেদনপত্র জমা পড়ে  মোট সংখ্যার তুলনায় বেশি (১.০৭ গুণ)। প্রতি শেয়ারের ন্যূনতম দাম নির্ধারিত করা ছিল ৩৫৮ টাকা।  ফলে এই বিলগ্নিকরণ থেকে কেন্দ্রের কোষাগারে আসবে প্রায় ২২,৬০০ কোটি টাকা।

এর আগে এ দেশে বাজারে শেয়ার ছেড়ে এত টাকা ঘরে তুলতে পারেনি কোনও সংস্থা। কোনও বিলগ্নিকরণ থেকেও এক লপ্তে এত টাকা কেন্দ্রের হাতে আসেনি। ২০১০ সালে কোল ইন্ডিয়ারই শেয়ার প্রথম বার বিক্রি করে ১৫ হাজার কোটি টাকা পেয়েছিল কেন্দ্র। এত দিন সেটিই ছিল বিলগ্নিকরণ থেকে পাওয়া সর্ব্বোচ্চ অঙ্ক। সেই অর্থে এবার নিজেদেরই রেকর্ড ভাঙল সংস্থাটি। যদিও এই বিলগ্নিকরণের প্রতিবাদ করেছে কর্মী সংগঠনগুলি।

কোল ইন্ডিয়ার শেয়ার কিনতে  বিপুল আগ্রহ দেখিয়েছে জীবনবিমা নিগম। আগ্রহ দেখা গিয়েছে বিদেশি আর্থিক সংস্থাগুলির মধ্যেও। সেই তুলনায় বরং তেমন উৎসাহ দেখাননি সাধারণ ক্ষুদ্র লগ্নিকারীরা। তাঁদের জন্য নির্দিষ্ট করে রাখা ১২.৬৩ কোটি শেয়ারের মাত্র ৪৪% কিনতে আবেদন জমা পড়েছে। যদিও বড় লগ্নিকারীদের তুলনায় ৫% কম দামে তা কিনতে পারবেন তাঁরা।

অর্থমন্ত্রী অরুণ জেটলি যখন রাজকোষ ঘাটতিকে লক্ষ্যমাত্রার মধ্যে বেঁধে রাখতে হিমসিম খাচ্ছেন, তখন তাঁকে কিছুটা স্বস্তি দিতে পারে বিলগ্নিকরণের এই টাকা। কারণ, গত বাজেটে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচে ৪৩,৪২৫ কোটি টাকা পাওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল। শুধু কোল ইন্ডিয়াই পুষিয়ে দিল তার অর্ধেক। শুধু তা-ই নয়, এই সফল বিলগ্নিকরণে উৎসাহিত হয়ে ওএনজিসি, আইওসি, এনএমডিসি, ভেল, নালকো-র মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচতেও কেন্দ্র দ্রুত পা চালাবে বলে অনেকের মত।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

জানুয়ারিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ

dse1নিজস্ব প্রতিবেদক :

গত জানুয়ারি মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে। গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে শেয়ারবাজারে বিদেশিরা মোট ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা নিট বিনিয়োগ করেছে। আগের মাস ডিএসইতে বিদেশিদের নিট বিনিয়োগ ছিল ২১৫ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ২৫১ টাকা। এ হিসাবে জানুয়ারি মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ১২ কোটি ২৩ লাখ এক হাজার ৭৪৯ টাকা।

এদিকে নিট বিনিয়োগ বাড়লেও মোট লেনদেন কমেছে বিদেশিদের। ডিসেম্বর মাসে তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৬০৪ কোটি ৭৫ লাখ এক হাজার ২৭৫ টাকা। জানুয়ারি মাসে এ লেনদেন নেমে এসেছে ৩৬৫ কোটি ৪১ লাখ টাকায়। এ হিসাবে গত মাসে মোট লেনদেন কমেছে ১৭ শতাংশ বা  ১০২ কোটি ৮৭ লাখ ৪১ হাজার টাকা।

সূত্র জানায়, জানুয়ারি মাসে প্রবাসীরা মোট ৩৬৫ কোটি ৪ লাখ ১৮ হাজার ৭০৪ টাকার শেয়ার কিনেছে। ডিসেম্বর মাসে এর পরিমাণ ছিল ৪১০ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৭৬৩ টাকা। আলোচিত সময়ে বিদেশিরা মোট ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৪২১ টাকার শেয়ার বিক্রি করেছে। ডিসেম্বর মাসে এর পরিমাণ ছিল ১৯৪ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৫১২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ইসলামী ব্যাংকের বোর্ড সভা স্থগিত

islamiস্টকমার্কেট ডেস্ক :

অনিবার্য কারণবশত: পরিচালনা বোর্ড সভা স্থগিত করেছে ইসলামী ব্যাংক। আগামী ১৪ ফেব্রুয়ারি বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভার তারিখ পরে জানানো হবে বলে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করার কথা জানানো হয়েছিল।

আগের বছর ইসলামী ব্যাংক বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

রমনায় জাহিন স্পিনিংয়ের আইপিও ড্র

zahinস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) জাহিন স্পিনিং লিমিটেডে বিনিযোগকারীদের কাছ থেকে আবেদনের লটারি ড্র হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এ ড্র অনুষ্ঠানটি শুরু হয়েছে।

সিএসই সূত্রে জানা যায়, ১২ কোটি টাকার বিপরীতে ৮৮৭ কোটি টাকার আবেদন জমা পড়ে। সর্বশেষ হিসাবে যা উত্তোলনকৃত অর্থের চেয়ে প্রায় ৭৪ গুণ।

গত ১৩ জানুয়ারি সিএইসইর এক নোটিসে জানানো হয়, কোম্পানিটির আইপিওতে মোট ৫৬৩ কোটি ২২ লাখ টাকার আবেদন জমা পড়ে। এরমধ্যে বিদেশীদের আবেদন ছিল ৫০ লাখ টাকার।

সিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির আইপিও আবেদনে বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৮৭ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা উত্তোলনকৃত অর্থের চেয়ে ৭৩.৯৩ গুণ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৫৬ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার, ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ৬৩ কোটি ৭১ লাখ ১৫ হাজার টাকার, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৪৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার টাকার এবং প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে