দুর্বল কোম্পানির দৌড়ে ৬টি কোম্পানি এগিয়ে

dseনিজস্ব প্রতিবেদক :

বাড়ছে অল্প মুলধনী কোম্পানির শেয়ার দর। কোনভাবেই এসব কোম্পানির শেয়ার দরের গতি থামছে না। কারসাজির কারণেই বিনিয়োগকারীদের পুঁজি ঝুঁকিপূর্ণ এবং বাজার পরিস্থিতি নেতিবাচক। এসব কোম্পানিরই শেয়ার দর অতি উচ্চমূল্যে লেনদেন হচ্ছে।

লেনদেনর পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে, দিন দিন বেড়েই চলেছে দুর্বল কোম্পানিগুলোর দৌরাত্ম্য। পুঞ্জীভূত লোকসান থাকা সত্ত্বেও ছয় কোম্পানির শেয়ার দর উল্লেখযোগ্য হারে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো- আজিজ পাইপস, বিডি অটোকার্স, রেইনউইক যজ্ঞেশ্বর, জেমিনি সি ফুডস, রহিমা ফুডস এবং জুট স্পিনার্স।

এসব কোম্পানির মোট লোকসানের পরিমাণ ৭৬ কোটি ৬৮ লাখ টাকা। কোনো কোনো কোম্পানির মূলধনের তুলনায়ও লোকসানের পরিমাণ অনেক বেশি। পুঞ্জীভূত লোকসান সত্ত্বেও এসব কোম্পানির শেয়ার দর ২০ টাকারও বেশি দরে লেনদেন হচ্ছে। কোনো কোম্পানি নামেমাত্র ডিভিডেন্ড দিচ্ছে। আবার কোন কোম্পানি দিলেও দীর্ঘদিন ধরে ডিভিডেন্ড থেকে বঞ্চিত করছে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের। বাড়ছে এসব কোম্পানির শেয়ারপ্রতি দর।

অনুসন্ধানে জানা গেছে, রেইনউইক যজ্ঞেশ্বরের পরিশোধিত মূলধনের তুলনায় লোকসানের পরিমাণ বেশি। বর্তমানে কোম্পানিটির লোকসানের পরিমাণ ৮ কোটি ৩০ লাখ টাকা। অথচ এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন মাত্র ২ কোটি টাকা। সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির প্রতিটি শেয়ার ২১৬ টাকায় লেনদেন হচ্ছে। ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া প্রকৌশল খাতের এ কোম্পানির বর্তমান পিই ৪৯.৭২ পয়েন্ট। কোম্পানিটি প্রতিবছরই ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে। সর্বশেষ ২০১৪ অর্থবছরে ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানির ২০ লাখ শেয়ারের মধ্যে ৫১.০৭ শতাংশ সরকার এবং ৪৮.৯৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

আজিজ পাইপস : বর্তমানে লোকসানের পরিমাণ ৩৬ কোটি ৫৯ লাখ টাকা। অথচ এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন মাত্র ৪ কোটি ৯০ লাখ টাকা। সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির প্রতিটি শেয়ার ২১ টাকায় লেনদেন হচ্ছে। ১৯৮৬ সালে বাজারে তালিকাভুক্ত হওয়া প্রকৌশল খাতের এ কোম্পানির বর্তমান পিই নেই। কোম্পানিটি গত ১৩ বছর ধরে ডিভিডেন্ড দিচ্ছে না। এ কোম্পানির ৪৮ লাখ ৫০ হাজার শেয়ারের মধ্যে ৪০.২২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬.৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৩.২৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

বিডি অটোকারস : লোকসানের পরিমাণ ১ কোটি ৫৫ লাখ টাকা। অথচ এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন মাত্র ৩ কোটি ৬০ লাখ টাকা। সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির প্রতিটি শেয়ার ২০.৭০ টাকায় লেনদেন হচ্ছে। ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া প্রকৌশল খাতের এ কোম্পানির বর্তমান পিই ১৪৮.৫৭ পয়েন্ট। কোম্পানিটি ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ডিভিডেন্ড দিয়ে আসছে। সর্বশেষ ২০১২ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এ কোম্পানির ৩৬ লাখ ৪০ হাজার ৭৭৮টি শেয়ারের মধ্যে ৪৬.৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২.০৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫১.০৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

জুট স্পিনার্স : লোকসানের পরিমাণ ১৫ কোটি ৯৭ লাখ টাকা। অথচ এ কোম্পানির অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ টাকা এবং পরিশোধিত মূলধন মাত্র ১ কোটি ৭০ লাখ টাকা। সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির প্রতিটি শেয়ার ৫১ টাকায় লেনদেন হচ্ছে। ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া পাট খাতের এ কোম্পানির বর্তমান পিই নেই। সর্বশেষ ২০১২ অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এ কোম্পানির ১৭ লাখ শেয়ারের মধ্যে ৩৯.৮২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৯.৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩০.৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

রহিমা ফুড : লোকসানের পরিমাণ ১২ কোটি ৭০ লাখ টাকা। অথচ এ কোম্পানির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন মাত্র ২০ কোটি টাকা। সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৪.৮০ টাকায় লেনদেন হচ্ছে। ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানির বর্তমান পিই নেই। কোম্পানিটি সর্বশেষ ২০১৩ অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

জেমিনি সি ফুড : লোকসানের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ টাকা। অথচ এ কোম্পানির অনুমোদিত মূলধন ২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৯৩ টাকায় লেনদেন হচ্ছে। ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানির বর্তমান পিই নেই। কোম্পানিটি ২০১৪ অর্থবছরে ৭.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লংকাবাংলা বোর্ড সভা বুধবার

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার দিন পুনরায় ঘোষণা করা হয়েছে। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, লংকাবাংলার পর্ষদ সভা গতকাল সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণেই কোম্পানির পরিচালনা পর্ষদ সভা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১৫ টাকা ২৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দুলামিয়ার দর বাড়ার কারণ নেই

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটনের দর বাড়ার কারণ নেই। কোম্পানিটির অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চাইলে ডিএসইর নোটিশের জবাবে দুলামিয়া এ কথা জানিয়েছে। ডিএসই সূত্রে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির গত ১ মাসের গ্রাফ অনুযায়ী চলতি মাসের ১২ তারিখ হতে ১৪ তারিখ পর্যন্ত ৩ কার্য দিবস অস্বাভাবিকহারে দর বাড়ে। এ সময় প্রায় ১ টাকা ২০ পয়সা বেড়ে শেয়ারটির দর ৭.৯০ (প্রায়) টাকা থেকে ৯.১০ টাকায় দাঁড়িয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইউসিবিএলের বোর্ড সভা ২২ ফেব্রুয়ারি

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আগামি ২২ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টায় (ইউসিবিএল) পরিচালকদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া।

সভায় ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। যেখানে ব্যাংকটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এই

  1. আমরা টেকনোলজিস
  2. বেক্সিমকো লিমিটেড
  3. গ্রামীণফোন
  4. ইফাদ অটোস
  5. সামিট অ্যালায়েন্স পোর্ট
  6. অগ্নি সিস্টেম
  7. স্কয়ার ফার্মা
  8. এমজেএলবিডি
  9. আইএলএফ
  10. বেক্সিমকো ফার্মা।

দুই দিন পর ইতিবাচক ধারায় লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

টানা দুই দিন পতনের পর সপ্তাহের তৃতীয় দিনে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে উভয় শেয়ারবাজার। এ দিন উভয় শেয়ারবাজারে সূচক বেড়েছে তবে কমেছে লেনদেন। এর আগে রবিবার ও সোমবার উভয় বাজারে সূচকের অবনতি হয়।

আজ মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টির। লেনদেন হয়েছে ২৪৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

আগের দিন ডিএসইর ব্রড ইনডেক্স ৬১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৬৯ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৬৮টির, কমে ২০৯টির আর অপরিবর্তিত থাকে ৩৬টির। লেনদেন হয় ২৮০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে আমরা টেকনোলজিস, বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, ইফাদ অটোস, সামিট অ্যালায়েন্স পোর্ট, অগ্নি সিস্টেম, স্কয়ার ফার্মা, এমজেএলবিডি, আইএলএফ ও বেক্সিমকো ফার্মা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯১৪.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টির। লেনদেন হয়েছে ২১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

আগের দিন ১২৪ পয়েন্ট কমে অবস্থান করে ৮৮৪২ পয়েন্টে। এ দিন লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৪৩টির, কমে ১৭৩টির এবং দর অপরিবর্তিত থাকে ২৭টির। লেনদেন হয় ২৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

গ্রীন ডেল্টার লভ্যাংশ নির্ধারণী সভা মঙ্গলবার

green deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের লভ্যাংশ নির্ধারণী বাের্ড সভাটি আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে। এদিন ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে ২০১৪ হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ বীমা কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির কর-পরবর্তী লোকসান হয় ৪ কোটি ৩০ লাখ টাকা ও শেয়ারপ্রতি লোকসান ৫৯ পয়সা।

অন্যদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ১ টাকা ২৬ পয়সা, যা এর আগের হিসাব বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১২ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা ও ১ টাকা ৭৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

জাহিন স্পিনিংয়ের রিফান্ড ও এলোটমেন্ট প্রেরণ

zahinস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে শেয়ার বরাদ্দ পাওয়াদের এলোটমেন্ট লেটার এবং শেয়ার বরাদ্দ না পাওয়াদের রিফান্ড ওয়ারেন্টস পাঠিয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আইপিও লটারিতে যেসব আবেদনকারী লটারিতে শেয়ার বরাদ্দ পায়নি তাদের টাকা পাঠানো হয়েছে আর শেয়ার বরাদ্দদের বরাদ্দপত্র পাঠিয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে ৭ লাখ ৫ হাজার ৮৮২টি আবেদনের রিফান্ড ওয়ারেন্ট এবং বরাদ্দপত্র ৩৩ ব্যাংকের অনলাইনের মাধ্যমে, ১০ লাখ ৬০ হাজার ২০৩টি রিফান্ড ওয়ারেন্ট ও বরাদ্দপত্র হাতে হাতে এবং ৮ হাজার ২০৪টি রিফান্ড ওয়ারেন্ট ও বরাদ্দপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

বাজার থেকে মূলধন উত্তোলনে মানসম্পন্ন কোম্পানিগুলো আসার প্রত্যাশা ডিএসই’র

balaনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেছেন, স্টক এক্সচেঞ্জ মূলত সেকেন্ডারি মার্কেট নিয়ে কাজ করলেও রেগুলেটরদের পরামর্শ অনুযায়ী প্রাক-আইপিও কিছু কাজও করে। ডিএসই’র মূল প্রত্যাশা হলো মানসম্পন্ন কোম্পানি শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলন করবে। এতে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।

তিনি আরো বলেন, বর্তমানে এটি শুধু ইক্যুইটিনির্ভর বাজার হলেও আগামীতে অন্যান্য ইন্সট্রুমেন্টের মাধ্যমেও কোম্পানিগুলো পুঁজি উত্তোলন করতে পারবে। আগে এসব ইন্সট্রুমেন্ট চালুর সুবিধা না থাকলেও নতুন ট্রেডিং সিস্টেম চালুর ফলে এ সুবিধা রয়েছে।

সোমবার ডিএসই’র ট্রেনিং একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী ‘কন্টিনিউয়িং লিস্টিং রিকোয়ারমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. স্বপন কুমার বালা আরো বলেন, ডিএসই’র ডিমিউচ্যুয়ালাইজেশনের পর পুঁজিবাজার নতুন মাত্রা পেয়েছে। নতুন নতুন মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে। ডিমিউচুয়ালাইজেশনের পর রেগুলেটরী অ্যাফেয়ার্স ডিভিশন গঠন করা হয়েছে। তাদের কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে থাকছেন চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্মের পার্টনার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক, কর্পোরেট অ্যাফেয়ার্স এবং কোম্পানি সচিব, ডিএসই’র প্রধান রেগুলেটরী কর্মকর্তা এবং লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

লংকাবাংলার বোর্ডসভা স্থগিত

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের বোর্ডসভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণেই কোম্পানির পরিচালনা পর্ষদ সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, সোমবার বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, কোম্পানির পরবর্তী বৈঠকের তারিখ নোটিসের মাধ্যমে জানানো হবে।

বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১৫ টাকা ২৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ