নিজস্ব প্রতিবেদক :
বিশ্বকাপ ক্রিকেট ও রাজনৈতিক অস্থিরতার বড় ধরনের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারেও। আজ ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল অনেক কম। আবার যারা উপস্থিত ছিলেন তাদের মনযোগের কেন্দ্র বিন্দুতে ছিল ক্রিকেট ম্যাচের দিকেই। অন্যদিকে ২০ দলের ডাকা হরতালের শেষ দিন আজ।
এ সব কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দিনশেষে ২০০ কোটি টাকাও ছাড়াতে পারেনি। লেনদেন হয়েছে মাত্র ১৬৬ কোটি ৬১ লাখ টাকা। যা গত আড়াই মাস বা চলতি বছরের সর্বনিম্ন লেনদেন।
সংশ্লিষ্টরা জানান, আজকের বাজার লেনদেন কমে যাওয়ার বড় কারণই হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকের চেয়েও কম ছিল। বাজারের লেনদেনেও তার প্রভাব পড়েছে।
চলতি বছরে দেশের শেয়ারবাজারে এর আগে ১ ফেব্রুয়ারি সর্বনিম্ন ১৮৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছিল। চলতি বছরে এ নিয়ে ৩ বার ২০০ কোটি টাকার নিচে লেনদেনের ঘটনা ঘটলো ডিএসইতে। ৩ ফেব্রুয়ারি ১৯৪ কোটি টাকা লেনদেন হয়েছিল।
তবে লেনদেনে বড় ধরনের অবনতি হলেও বেশিরভাগ কোম্পানির দর বাড়াতে সূচক বেড়েছে। দিনশেষে ডিএসই সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫.২০ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৪৬৮.০২ পয়েন্টে।
আজ লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, শাশা ডেনিমস, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ওয়ান ব্যাংক।
লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭ টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
অপরদিকে বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৩৮.৮৩ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮২৯৪.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
স্টমার্কেটবিডি.কম/এআর