সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৫% লভ্যাংশ ঘোষণা

central-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য নগদ ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস মিলিয়ে মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস)২.২১ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২.৯১ টাকায়।

আগামী ২৩ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সিটি ব্যাংকের ২০% লভ্যাংশ ঘোষণা

citi bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য নগদ ১৫ শতাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৬৫ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে প্রায় ২৭ টাকা।

আগামী ২৮ জুন কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ওয়েস্টার্ন মেরিন ১০টি জাহাজ বিক্রি করবে

westernনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড পূর্ব-চুক্তি অনুযায়ী ভারতের বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান জিনদাল গ্রুপের কাছে ১০টি পন্যবাহী জাহাজ বিক্রি করবে।

শনিবার রাজধানীর লেকসোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাখাওয়াত হোসেন।

এসময় তিনি জানান, এসব জাহাজ নির্মাণে ব্যয় হবে প্রায় ৪৮০ কোটি টাকা। এই খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে এটাই সবচেয়ে বড় চুক্তি।

চুক্তি অনুযায়ী ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ভারতীয় প্রতিষ্ঠান জিন্দাল স্টীল ওয়ার্কস লিমিটেডকে ১০টি ৮০০০ডিডাব্লিউটি মিনি বাল্ক কেরিয়ার সরবরাহ করবে। প্রথম পর্যায়ে পর্যায়ক্রমে ৬টি জাহাজ নির্মাণ করা হবে। যা ১৮ থেকে ২১ মাসের মধ্যে জিন্দালের কাছে হস্তান্তর করা হবে। প্রথম পর্বের জাহাজ নির্মাণ ও হস্তান্তরের অবস্থা দেখে দ্বিতীয় পর্যায়ের বাকী ৪টি জাহাজ নির্মাণ করা হবে বলে জানানো হয়।

এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার, কোম্পানির চেয়ারম্যান মো. সায়ফুল ইসলামসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, জিনদাল গ্রুপ ও ওয়েস্টার্ন মেরিনের মধ্যে সম্পাদিত চুক্তির ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ হবে। ভারত সব সময় বাংলাদেশের সহযোগিতায় এগিয়ে এসেছে। দেশটি মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

সপ্তাহজুড়ে ম্যারিকোসহ ৯ কোম্পানির লভ্যাংশ

dividendস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশসহ ৯টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হল- ন্যাশনাল টি, বিডি থাই এ্যালুমিনিয়াম, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, ইবনে সিনা, অগ্রণী ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, বিএসসি এবং ম্যারিকো বাংলাদেশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্যারিকো ছাড়া বাকি ৮টি কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো।

ন্যাশনাল টি :
খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আগের বছর কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বিডি থাই এ্যালুমিনিয়াম : প্
রকৌশল খাতের কোম্পানি বিডি থাই এ্যালুমিনিয়াম শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স :
পাইওনিয়ার ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আগের বছরও কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।

প্রভাতী ইন্স্যুরেন্স :
বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি একই হারে লভ্যাংশ দিয়েছিল।

ইবনে সিনা :
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আগের বছরও ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তবে এর ২৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

অগ্রণী ইন্স্যুরেন্স :
বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

মার্কেন্টাইল ব্যাংক :
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ।

বাংলাদেশ শিপিং করপোরেশন :
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত এ কোম্পানিটি। আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ম্যারিকো বাংলাদেশ :
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এর আগে কোম্পানিটি ৩৭৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল। চূড়ান্ত লভ্যাংশের ফলে মোট লভ্যাংশ দাঁড়িয়েছে ৪২৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সপ্তাহের ব্যবধানে দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সী

zeminiস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের ব্যবধানে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড। সপ্তাহের শেষ দিবসে লেনদেন শেষে কোম্পানির শেয়ারের এ দর বেড়েছে ২৩.৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে গড়ে প্রতিদিন জেমিনি সী ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২০ লাখ ২১ হাজার ৬০০ টাকার।

দরবৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে— ফার কেমিক্যালের ১৬.৪৮%, এএফসি এগ্রো বায়োটিকের ১৫.৮৩%, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১১.১১%, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ৭.৬৬%, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭.১২%, শাহজিবাজার পাওয়ারের ৭.০৬%, খুলনা পাওয়ারের ৬.৯৭%, এনভয় টেক্সটাইলসের ৬.২৪% ও ইস্টার্ন লুব্রিকেন্টের ৫.৬৩% দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ইউনাইটেড ইন্স্যুরেন্সের এজিএম আজ

united-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা লেডিস ক্লাবে এর আয়োজন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ সময় নিট মুনাফা হয়েছে ১১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৯২ পয়সা। আগামীকাল ২৬ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত লেডিস ক্লাবে সাধারণ বীমা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

২০১৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সে সময় নিট মুনাফা ছিল ১১ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা ও ইপিএস হয় ২ টাকা ৭৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

এক্সিম ব্যাংকের বোর্ড সভা আজ

exim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সপোর্ট এণ্ড এমপোর্ট ব্যাংক লিমিটেড বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আজ ২৬ এপ্রিল রবিবার দুপুর ৩ টায় এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এক্সিম ব্যাংক আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সাপ্তাহিক লুজারে তিনটি ব্যাংক

dseস্টকমার্কেট ডেস্ক :

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারে রয়েছে ৩ ব্যাংক। ব্যাংক ৩টি হচ্ছে- ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের দর ২৪ দশমিক ১২ শতাংশ কমেছে। বিদায়ী সপ্তাহে প্রতিদিন এই ব্যাংকটির ৪৫ লাখ ২৪ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২ কোটি ২৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। আলোচিত সপ্তাহে এই ব্যাংকের প্রতিটি শেয়ারের দর ১৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৮২ লাখ ২৯ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ব্যাংকটির ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

তসরিফা ইন্ডাস্ট্রিজের সাড়ে ১০ গুণ আবেদন জমা

tasrifনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিওতে মোট ইস্যুমূল্যের ১০ দশমিক ৫০ গুণ আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৬৩ কোটি ৮৭ লাখ টাকার প্রাথমিক শেয়ার বিক্রির প্রস্তাবের বিপরীতে ৬৭০ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার টাকা চাঁদা জমা হয়েছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫১৬ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকার আবেদন জমা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৫১ কোটি ১২ লাখ ২৭ হাজার টাকার, প্রবাসী বিনিয়োগকারীরা ২১ কোটি ৪০ লাখ ৩২ হাজার এবং মিউচুয়াল ফান্ডের কাছ থেকে ৮১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকার আবেদন জমা হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। চলে ৩১ মার্চ পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ৯ এপ্রিল পর্যন্ত।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

গ্লাস্কোস্মিথক্লাইনের ৪২০% লভ্যাংশ অনুমোদন

glaxo-smbdনিজস্ব প্রতিবেদক :

বহুজাতিক কোম্পানি গ্লাস্কোস্মিথক্লাইনের (জিএসকে) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা ৪২০ শতাংশ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করেন।

গত বৃহস্পতিবার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হকের সভাপতিত্বে সভায় অংশ নেন পরিচালক জিনিয়া তানজিনা হক, রাজিব বড়ূয়া, মোহাম্মদ ফায়েকুজ্জামান, মাসুদ খান প্রমুখ। এজিএমে জানানো হয়, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে কোম্পানি বিক্রির পরিমাণ ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে নিট মুনাফা বেড়েছে ৫১ শতাংশ।

কোম্পানিটি গত বছরের পরিচালন মুনাফার পর ২৩৫ কোটি ৬০ লাখ টাকা কর প্রদান করেছে। সিএসআরের আওতায় মুনাফার ২০ শতাংশ দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন খাতে ব্যয় করা হয়েছে বলে এজিএমে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর