সোশ্যাল ইসলামী ব্যাংকের এজিএম নিয়ে দ্বন্দ্ব

siblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক ও পরিচালক নাসির উদ্দিনের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। ইতোমধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে (৩০ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে লিখিত অভিযোগ করেছেন নাসির উদ্দিন।

এজিএম ও ব্যাংকের শেয়ার ধারণ নিয়ে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ১২ মে বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন অভিযোগ করেন, ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ৩০ মার্চ, ২০১৫ তারিখে সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভাস্থল ঢাকা থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় সাধারণ শেয়ার হোল্ডারগণ সভায় উপস্থিত হতে পারেনি। কিন্তু বর্তমান চেয়ারম্যান বাস ভাড়া করে তার নিজস্ব লোকজন নিয়ে সাধারণ সভায় যোগদান করে বিভিন্ন এজেন্ডা পাশ করিয়ে নিয়েছেন।

তিনি উল্লেখ করেন, বার্ষিক সাধারণ সভায় এজেন্ডা অনুসারে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং এজেন্ডা শেষে কোন ঘোষণা দেওয়া হয়নি। উক্ত বার্ষিক সাধারণ সভার পর এই পর্যন্ত আরও চারটি পর্ষদ সভা অনুষ্ঠিত হলেও নাসির উদ্দিনকে পর্ষদ সভার নোটিশ দেওয়া হয়নি।

একারণে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ ও আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিনি ব্যাংকের চেয়ারম্যানের অনিয়ম তদন্তের অনুরোধ জানান।

তিনি আরো অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল ডা. মো. রেজাউল হককে (অব) সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ডেড লাইনের পরে শেয়ার কেনার কারণে পরিচালক হিসাবে অবৈধ ঘোষণা করেছে।

অপর চারজন পরিচালক মেজর জেনারেল ফজলে এলাহী আকবর (অব), মো. আব্দুর রাজ্জাক, আব্দুল মুহিত এবং আব্দুর রহমানের ব্যাংকটিতে কোনো শেয়ার না থাকা সত্ত্বেও বর্তমান চেয়ারম্যান অবৈধভাবে তাদের পরিচালক বানিয়েছেন। এ ছাড়া আরেক পরিচালক জনাব আমিন উদ্দিন ডেডলাইনের পর শেয়ার ক্রয় করে ব্যাংকের পরিচালক হয়েছে মর্মে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে ৩০ মার্চ ২০১৫ তারিখের বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তের বিষয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে জানিয়েছে, ‘উক্ত সভায় জনাব আলহাজ্ব নাসির উদ্দিন পর্যায়ক্রমিকভাবে এক-তৃতীয়াংশ পরিচালক পদত্যাগ করার পর আবার নির্বাচিত হতে সক্ষম হননি।

এমনকি আলহাজ্ব নাসির উদ্দিন বর্তমানে নিজেকে পরিচালক হিসাবে পরিচয় দিয়েছেন যা একটি অনিয়ম। যেহেতু তিনি পরিচালক নন সেহেতু তাকে পর্ষদ সভার নোটিশ প্রদান করার কথাও নয়।

এই বিষয়ে নাসির উদ্দিন বলেন, আমার সাথে অন্যায় করা হয়েছে। এই কারণে ন্যায় বিচার পেতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে অভিযোগ করেছি। অন্যদিকে ব্যাংকটির চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক কোনো মন্তব্য করতে রাজী হননি।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আমাদের কাছে একটা চিঠি এসেছে। চিঠির পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ঋণমান ‘এ+’

firstস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘ইসিআরএল-২’। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

২০১৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ স্টক লভ্যাংশ দেয় ব্র্যাক ব্যাংক। গেল হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ১ টাকা ৫৮ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২০ টাকা ২৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ফ্যামেলি টেক্সের পরিচালকের শেয়ার বিক্রয়

familyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি ফ্যামেলি টেক্সটাইল লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এসব শেয়ার তিনি বোনাস শেয়ার হিসাবে পেয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফ্যামেলি টেক্সটাইলটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ মোরশেদ ১৯ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৪ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার শেয়ার রয়েছে।

তিনি আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ঘোষণা দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ওয়াটা কেমিক্যালের মুনাফা ও আয় কম

wata-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের প্রতিষ্ঠান ওয়াটা কেমিক্যাল লিমিটেডের প্রথম প্রান্তিকের কর পরবর্তী মুনাফা ও ইপিএস বা আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ১ম প্রান্তিকের (জানু’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি ওয়াটা কেমিক্যালের কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৪ লাখ ৯০ হাজার টাকা। এ সময় ইপিএস বা শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা।

আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি বছরের এই প্রান্তিকে কোম্পানিটির এই মুনাফা কম।

এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী এই মুনাফার পরিমাণ ছিল ৯৮ লাখ ৮০ হাজার টাকা। এ সময় ইপিএস বা শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ডিএসইতে বেড়েছে পিই

dse1স্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৪৭ পয়েন্টে, যা আগের সপ্তাহে ছিল ১৫ দশমিক ৩৭ পয়েন্ট।

বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৪ দশমিক ৬ পয়েন্ট, সিরামিক খাতের ৪৬ দশমিক ৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ২৭ দশমিক ৬ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৯ দশমিক ৯ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৪ দশমিক ৩ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১০ দশমিক ৪ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ২০ দশমিক ৫ পয়েন্টে, পাট খাতের ১৮ দশমিক ৩ পয়েন্ট, বিবিধ খাতের ২৩ দশমিক ৫ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৫ দশমিক ৯ পয়েন্টে, কাগজ খাতের ১৩ দশমিক ৩ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ৪ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩০ দশমিক ২ পয়েন্ট, চামড়া খাতের ২৩ দশমিক ৬ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২৩ পয়েন্ট, বস্ত্র খাতের ১১ দশমিক ৮ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৫ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে আইসিবি

icbস্টকমার্কেট ডেস্ক :

রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাশে দাঁড়াচ্ছে। প্রতিষ্ঠানটি শেয়ার কেনার জন্য গ্রাহকদের নেওয়া ঋণের (Margin Loan) সুদের একটি বড় অংশ মওকুফ করতে যাচ্ছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সুদ মওকুফের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিস্তারিত প্রস্তাব ও পরিকল্পনা প্রণয়নে একটি কমিটি গঠন করে দিয়েছে পর্ষদ। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মার্জিন ঋণের ৭৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে আইসিবি। আর বাকী ২৫ শতাংশেও পাওয়া যাবে নমনীয় সুদে পরিশোধের সুযোগ। ঋণের এ অংশ পরিশোধে ৩ বছর সময় পাবেন গ্রাহকরা। আর এর জন্য দিতে হবে বার্ষিক ৮ শতাংশ সুদ, যা মার্জিন ঋণের প্রচলিত সুদ হারের অর্ধেকেরও কম।

জানা গেছে, সুদ মওকুফ সংক্রান্ত কমিটি আগামী রোববার বৈঠকে বসবে। এ কমিটিতে আছেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো: ফায়েকুজ্জামান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান এবং সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম।

আগামী ১১ জুন আইসিবির পরবর্তী পর্ষদ সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

এ ব্যাপারে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, বিষয়টি নীতিগতভাবে অনুমোদিত হলেও তার রূপরেখা চূড়ান্ত হয়নি। কমিটি রবিবার বসে সেটি চূড়ান্ত করবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে কেপিসিএল

kpplস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল বিদ্যুত্ খাতের প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

পাঁচ কার্যদিবস মিলিয়ে এ কোম্পানির মোট ২৬৩ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়, যা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেনের ৭ শতাংশেরও বেশি। কেনাবেচার পাশাপাশি কোম্পানিটির শেয়ারদরও বেড়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৬৫ লাখ ৫১ হাজার ১৬৭টি শেয়ার ১২৬ কোটি ৫ লাখ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবল কোস্পানি লিমিটেডের সপ্তাহজুড়ে ৭৫ লাখ ৬ হাজার ৭৯৮টি শেয়ার ১২৪ কোটি ৮৫ লাখ ৩৮হাজার টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সাইফ পাওয়ারটেক, আরএকে সিরামিকস বাংলাদেশ, এসিআই ফরমুলেশনস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

অগ্রণী ইন্স্যুরেন্সের এজিএম

agriniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ২০১৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এর এজিএম অনুষ্ঠিত হবে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে গেল হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা, বোনাস শেয়ার সমন্বয় শেষে আগের বছর যা ছিল ১ টাকা ৭৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কম

dseস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সব ধরনের সূচক, তবে লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ১০০ কোটি ৫৮ লাখ টাকার। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৭৩৫ কোটি ৯৭ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৩৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির। আর দর কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

জানা গেছে, সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ দশমিক ২৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৮৮ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ৩ দশমিক ৯০ শতাংশ বা ১৬৮ দশমিক ৩৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ বা ৫৯ দশমিক ৭২ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৪৮ শতাংশ বা ৩৬ দশমিক ৪৫ পয়েন্টে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ

ব্র্যাক ব্যাংকের ঋণমান ‘ডাবল এ২’

bracস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংকের ঋণমান ‘ডাবল এ২’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গতকাল ব্যাংকটির শেয়ারের সর্বশেষ দর দশমিক ২৮ শতাংশ বা ১০ পয়সা বেড়ে ৩৫ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। দিনভর দর ৩৫ থেকে ৩৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। লেনদেন শেষে সমাপনী দর ছিল ৩৫ টাকা, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৫ টাকা ১০ পয়সা। এদিন ২১২ বারে এর মোট ৬ লাখ ৮০ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ৩২ টাকা ও সর্বোচ্চ ৩৫ টাকা ১০ পয়সা। ছয় মাসে এর সর্বনিম্ন দর ৩২ টাকা ও সর্বোচ্চ ৪০ টাকা ১০ পয়সা।

২০১৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ স্টক লভ্যাংশ দেয় ব্র্যাক ব্যাংক। সে সময় এর কর-পরবর্তী মুনাফা হয় ২১০ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা, এক বছর আগে যা ছিল ১৪১ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা।

গেল হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৩ টাকা ১৩ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ১৯ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৪ টাকা ৭৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ